আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
19 views
in সালাত(Prayer) by (11 points)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, হযরত।

আশা করছি, আপনি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি সালাত বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পেশ করছি, যেগুলোর উত্তর জানা আমার জন্য খুবই প্রয়োজনীয়। দয়া করে কুরআন-সুন্নাহ ও ফিকহের আলোকে আমার জিজ্ঞাসাগুলোর সঠিক দিকনির্দেশনা প্রদান করলে আমি কৃতজ্ঞ থাকব। যেন আমি ইবাদতকে আরও সুন্দর, সহীহ এবং মজবুতভাবে আদায় করতে পারি এবং ইন শা আল্লাহ, এর মাধ্যমে পরকালে নাজাত লাভ করতে পারি।

 

❖ জায়নামাজ সংক্রান্তঃ
১. নামাজের সময় যদি পা দিয়ে জায়নামাজ ঠিক করে নিই বা সিজদার জায়গায় পা লাগে/পা দিয়ে সামান্য ঠেলে নিই — এতে কি কোনো গুনাহ হবে? এভাবে করা কি অনুচিত?
২. অনেকে নামাজ শেষে জায়নামাজে হাত দিয়ে চুমু দেন। এই আমলের কোনো ফজিলত আছে কি? শরীয়তের দৃষ্টিতে এটি কীভাবে বিবেচিত হবে?

 

নামাজের সময় ও অন্যান্য পরিস্থিতি

১. কখনো কখনো জামাতে মাগরিবের সালাত আদায় করা সম্ভব হয় না। তখন একাকী আদায় করতে হয়। অনেকেই বলেন মাগরিবের সময় খুব কম, দ্রুত আদায় করতে হয়। কিন্তু সময় তো রাত ৮টার কাছাকাছি পর্যন্ত পাওয়া যায়। এই বিষয়ে শরীয়তের নির্ভরযোগ্য ব্যাখ্যা চাই। মাগরিবের প্রকৃত সময়সীমা কতটুকু?

২. একদিন বিতরের সালাতে আমার স্ত্রী ভুলক্রমে ২ রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেন। পরে ১ রাকাত পড়ে সালাত শেষ করেন। এইভাবে তাঁর বিতরের সালাত আদায় হয়েছে কি? না কি পুনরায় আদায় করতে হবে?

৩. কেউ নামাজ আদায় করতে করতে যদি ওয়াক্ত শেষ হয়ে যায়, তখন তার করণীয় কী? ওই সালাত কি সহীহ হবে, নাকি তা পুনরায় আদায় করতে হবে?

৪. ঘরে জামাতে নামাজ আদায়ের সঠিক নিয়ম জানতে চাই। বিশেষ করে 

  • যদি কেবল ২ জন (ইমাম ও একজন মুকতাদি) হয়, তাহলে কিভাবে কাতার করতে হবে?

  • যদি ২ জনের বেশি হয়, তাহলে কিভাবে কাতার গঠন করতে হবে?

 
যাযাকুমুল্লাহু খাইরান।
আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দিন। আমাদের সকলকে সহীহ ইলমের আলোতে জীবন পরিচালনার তাওফিক দিন এবং ইহকাল ও পরকালে সফলতা দান করুন। (আমিন)

1 Answer

0 votes
by (676,920 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
জায়নামাজ সংক্রান্তঃ
(১) নামাজের সময় যদি পা দিয়ে জায়নামায ঠিক করে নেওয়া হয় বা সিজদার জায়গায় পা লাগে/পা দিয়ে সামান্য ঠেলে নেওয়া হয় — এতে কোনো গুনাহ হবে না। এভাবে করাটা অনুচিত।

(২) নামাজ শেষে জায়নামাজে হাত দিয়ে চুমু দেওয়ার কোনো কোনো ফজিলত নেই। 

❖ নামাজের সময় ও অন্যান্য পরিস্থিতি
(১) মাগরিবের নামাযের ওয়াক্ত প্রায় ১ ঘন্টা পর্যন্ত বাকী থাকে। মাগরিবের প্রকৃত সময়সীমা কতটুকু তা জানতে ইফা কর্তৃক প্রকাশিক ক্যালেন্ডার সংগ্রহ করে নিবেন।

(২) পুনরায় আদায় করতে হবে।

(৩) কেউ নামাজ আদায় করতে করতে যদি ওয়াক্ত শেষ হয়ে যায়,ঐ সালাত  সহীহ হবে। তবে ফজরের নামায ফাসিদ হয়ে যাবে।

(৪) ঘরে জামাতে নামাজ আদায়ের নিয়ম মসজিদে মতই। সাথে নারী থাকলে নারীরা পিছলে একরা দাড়াবে।
 
ব 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

ago by (11 points)
(৩) কেউ নামাজ আদায় করতে করতে যদি ওয়াক্ত শেষ হয়ে যায়,ঐ সালাত  সহীহ হবে। তবে ফজরের নামায ফাসিদ হয়ে যাবে। তাহলে পুনরায় আবার ফজরের নামায আদায় করতে হবে? 
(৪) ঘরে জামাতে নামাজ আদায়ের সময় ২জন হলে একজন কি একটু পিছনে দাঁড়াবে?  নারী থাকলে নারীরা কিভাবে কোথায় দাঁড়াবে বুঝতে পারিনি। যদি ব্যক্ষা করতেন। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...