আসসালামু আলাইকুম,
আমার বিয়ের ৫.৫ বছর চলছে । আমার স্বামি নন বাংলাদেশী এবং বাংলাদেশের বাহিরেই থাকেন । বিয়ের প্রস্তাবের পরে আমরা সেখানে যাই পাত্র দেখতে এবং সেখানেই বিয়ে হয় । বিয়ের সময় আমি এবং আমার স্বামি দুইজনেই স্টুডেন্ট ছিলাম । যেহেতু তখন আমার স্বামি বেকার ছিলো ,আমার পরিবার বিয়ে চাকরি হওয়ার পরে দিতে চেয়েছিলো কিন্তু ছেলের পরিবার বিয়ে দেরি করতে চায় নি , তারা আমাদেরকে আশ্বাস দেয় পড়াশুনা শেষ হলে ছেলে অবশ্যই চাকরি করবে । আমার স্বামির পরিবার যথেষ্ট স্বামর্থবান । বিয়ের সময় আমার দেনমোহর এখন পর্যন্ত আদায় করে নি না কোনো ওয়ালিমা তারা করে। পড়াশুনা শেষ করার ৫ বছর পরে আমার স্বামি এখনও কোনো চাকরি করে না । এখন পর্যন্ত আমার কোনো ভরণ পোষণ দেয় নি । আমি নিজের টাকায় শশুরবাড়ি যাই সেখানে গিয়ে নিজের টাকায়ই আমার চলতে হয় নাহলে শাশুড়ি অনেক বাজে ব্যবহার করেন, খাবারের কষ্ট দেয় । বিয়ের ৫ বছর পরে আমার স্বামি প্রথম দেশে আসে তার আশা যাওয়ার টিকিটের টাকা সমস্ত খরচও আমার ফ্যামিলি বহন করে । আমার স্বামির শারীরিক সমস্যার কারণে বাবা হতে সমস্যা হচ্ছিল তার শারীরিক চাহিদাও অনেক কম । তার চিকিৎসার সমস্ত খরচ আমি বহন করি । এখন আমি ৭ মাসের অন্তঃসত্ত্বা এবং আমার বাবার বাসায় । এখনও আমার স্বামি আমার কোনো দায়িত্ব নেয় নি । স্বামি কিছু করে না এটা নিয়ে তার সাথে আমার অনেক ঝগড়া কথা কাটাকাটি হতো, সেজন্য পড়াশুনা চলাকালীনই আমি অনলাইন বিজনেস শুরু করি আল্লাহর রহমতে আমার বিজনেস অনেক ভালো রান হয় কিন্তু গ্রাজুয়েশন শেষ হলে আমার শাশুড়ির চাপাচাপিতে আমার বিজনেস বন্ধ করে আমাকে শশুরবাড়ি চলে যেতে হয়। আমার এই বিজনেসের সমস্ত টাকা শশুরবাড়ি খরচ হয় যেটার পরিমাণ ছিলো প্রায় ১৫ লক্ষ টাকা । শশুরবাড়ি থাকাকালীন আমার শাশুড়ি আমাকে অনেক মানসিক চাপ দিত আর বেশিরভাগ খরচই আমার করতে হতো । এবার আমার স্বামিকে বলেছিলাম নিজে যেনো টিকিটের টাকা ম্যানেজ করে আসে আর বাচ্চার ডেলিভারির খরচ বহন করতে । আমার বাবা আমার শাশুড়িকে কল করে আমার বিজনেস রানিং করতে কান্ট্রিবিউশন করতে বলেন যেহেতু উনার ছেলে কোনো জব করে না আর আমার বিজনেস আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে তাই দুই ফ্যামিলি যেনো বিজনেস টা রান করতে কান্ট্রিবিউশন করে উনারা তাও করে নাই । আমার স্বামির উপর রাগ করে আমি যদি যোগাযোগ বন্ধ রাখি সে খুব একটা আগ্রহ দেখায় না । আমি খুবই হতাশ আমার জীবন নিয়ে কারও সাথে আমি এসব বিষয় নিয়ে কথা বলি না মানুষ আমার স্বামিকে খারাপ ভাববে দেখে ।বিয়ের এতো বছর পরেও আমাকে আমার ভরণ পোষনের জন্য হয় বাবার উপর ভরসা করতে হয় নাহয় নিজের টাকায় নিজের চলতে হয় । ১ বছর বিজনেস অফ থাকায় এখন আমার সেলিংও কমে গেছে । আমার আসলে কি করা উচিত? স্বামি থাকার পরেও যদি সে আমার কোনও দায়িত্ব না নেয় বাচ্চার জন্যও কোনো দায়িত্ব না নেয় অথচো তার বাবা হওয়াটাই আল্লাহর অনেক বড় একটা রহমত । আমার আর শশুরবাড়ি যাওয়ার ইচ্ছে নেই সংসার করারও ইচ্ছে নেই । স্বামির জন্য এতো কিছু করার পরেও সে বাবা হবে এই খবর জানার দিনই নিজের দেশে চলে যাওয়ার জন্য টিকিট কেটে ফেলে তাও আমার টাকায় এর আমাকে বাবার বাসায় রেখে চলে যায় । টিকিট এবার তার নিজে বহন করতে হবে বলায় ৭ মাসেও সে আসে নাই । নিজে জব করবে না বিজনেসেও ইনভেস্ট এর কথায় শুধু কথা ঘুরায়, ম্যানেজ করছি সে ৭ মাস ধরে বলেই যাচ্ছে ।