বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাসূলুল্লাহ সাঃ বলেন,
إِنَّ اللَّهَ قَدْ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
নিশ্চয় আল্লাহ তা'আলা আমার উম্মতের অজ্ঞতা ও ভূলভাল কে ক্ষমা করে দিবেন।এবং অপারগতা বশত কৃত গোনাহকেও ক্ষমা করে দিবেন।(সুনানে ইবনে মা'জা,-২০৪৩) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/4560
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
رفع القلم عن ثلاثة: عن الصغير حتى يبلغ، وعن النائم حتى يستيقظ، وعن المجنون حتى يفيق
তিন ব্যক্তির উপর থেকে (দায়িত্বের) কলম উঠিয়ে নেয়া হয়েছে, (১) ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত (২) শিশু বালেগ হওয়া পর্যন্ত এবং (৩) পাগল বিবেকবুদ্ধি ফিরে পাওয়া পর্যন্ত। (আবু দাউদ ৪৪০৩ তিরমিযী ১৪২৩ নাসাঈ ৩৪৩২ ইবনে মাজাহ ২০৪১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) বালেগ বালেগাহ হওয়ার আগে শিরক, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গালি, মুরতাদ, কুফরি সহ যতই গোনাহই হোক না কেন, ফিরিস্তাগণ সেগুলো আমলনামায় লিখেন না। এজন্য তাদের মাস্তি হবে না।
(২) মৃত্যুর পরে কেউ কান্না করলে মৃত ব্যক্তির আজাব হয়, এজন্য আপনি আপনার পরিবারকে কান্না করতে নিষেধ করে যাবেন। যারা যারা কান্না করতে যাবেন, তাদের সবাইকে না,
(৩) তিনপ্রকার ব্যক্তিদের গোনাহ লিখা হয় না এবং ইসলামে যে শাস্তি রয়েছে তা হবে না।