আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
25 views
in সালাত(Prayer) by (1 point)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

একজন মুসলমান সকালকে গুরুত্ব দিয়ে দিন শুরু করতে চান, যাতে সারাদিন আল্লাহর সাহায্য লাভে সফল হন। এই উদ্দেশ্যে নিচের দুইটি হাদীসের আলোকে কিছু বিষয়ে স্পষ্টতা চাচ্ছি:

 হাদীস ১ (ইশরাক):
রাসূল ﷺ বলেন—
“রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামায পড়বে,অতঃপর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর যিকিরে লিপ্ত থাকবে,তারপর দু'রাকাত নামায পড়বে,তাহলে সে একটি হজ্ব ও একটি উমরার সওয়াব পাবে।এরপর তিনি তাকিদ করে বলেন,হ্যা পূর্ণ হজ্ব ও উমরার সওয়াব সে পাবে।।”
(তিরমিযি, হাদীস: ৫৮৬)

 হাদীস ২ (চার রাকাআতের ফযীলত):
নবী ﷺ বলেন—
“হে আদম সন্তান! দিনের শুরুতে আমার জন্য চার রাকাআতের যত্ন নাও, আমি তোমার সারাদিনের জন্য যথেষ্ট হবো।”
(তিরমিযি, হাদীস: ৪৭৫)


প্রশ্নসমূহ:

১. “দিনের শুরুতে চার রাকাআত” বলতে কি ইশরাকের ২ রাকাআতের সঙ্গে আরও ২ রাকাআত পড়লে হবে? নাকি ইশরাক ছাড়াও অতিরিক্ত ৪ রাকাআত পড়লে হাদীস ৪৭৫-এর ফযীলত পাওয়া যাবে? এই ক্ষেত্রে এক নিয়তে ৪ রাকাআত পড়া কি উত্তম, নাকি দুই নিয়তে ২ রাকাআত করে পড়া যাবে?

২. “আমি তোমার সারাদিনের জন্য যথেষ্ট হবো”—এখানে “দিন” বলতে কি শুধু ফজর থেকে মাগরিব পর্যন্ত সময় বোঝানো হয়েছে, না ২৪ ঘণ্টার পূর্ণ সময়?

৩. যদি দিন বলতে মাগরিব পর্যন্ত সময় বোঝানো হয়, তবে মাগরিবের পর রাতের সময় আল্লাহর সাহায্য লাভে অনুরূপ কোনো আমল, সুন্নাহ বা দোআ আছে কি?

৪. হাদীস ৫৮৬-এ (ইশরাক) সালাতের ফযীলতের জন্য যেমন নির্দিষ্ট শর্ত (যেমন: জামাতে ফজর, যিকির, একই স্থানে থাকা) রয়েছে,
হাদীস ৪৭৫-এ (চার রাকাআত) এই ফযীলতের জন্য কি একইরকম কোনো শর্ত প্রযোজ্য?
এই সালাত কি ঘরে পড়া যাবে? এবং কি নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে পড়তে হবে?

৫. যদি কোনো কারণে ফজরের জামাতে অংশগ্রহণ করতে না পারেন বা ইশরাকসহ চার রাকাআত সালাত আদায় করতে না পারেন, তখন অনেক সময় মনে হয় আজকের কাজে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না বা দিনটি কঠিন হবে। এ ধরনের ধারণার কারণে অনেক কাজ করতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন এবং দিনের কাজ সফল বা সহজ হবে না ভেবে সেগুলো এড়িয়ে যান। এই আফসোস ও মানসিক চাপ থেকে মুক্ত থাকতে এবং বিকল্পভাবে আল্লাহর সাহায্য লাভের জন্য কী ধরনের আমল, দোয়া বা পরামর্শ রয়েছে?

৬. তিরমিযী ৪৭৫ নম্বর হাদীসে উল্লেখিত ফজীলতের চার রাকাআত সালাত আদায়ের সময় কি সেই দিনের বা জীবনের বিভিন্ন হাযতের নিয়ত করা যাবে, নাকি এসব হাযতের জন্য চার রাকাআত শেষে আলাদাভাবে সালাতুল হাজত আদায় করাই উত্তম?

জাযাকুমুল্লাহু খাইর।

1 Answer

0 votes
by (681,000 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ أَبِي الدَّرْدَاءِ، وَأَبِي، ذَرٍّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " عَنِ اللَّهِ، عَزَّ وَجَلَّ أَنَّهُ قَالَ ابْنَ آدَمَ ارْكَعْ لِي مِنْ أَوَّلِ النَّهَارِ أَرْبَعَ رَكَعَاتٍ أَكْفِكَ آخِرَهُ "
আল্লাহ তা’আলা ইরশাদ করেছেনঃ হে আদম সন্তান! তুমি দিনের শুরুতে আমার জন্য চার রাক’আত (নফল) আদায় করে নাও, আমি দিনের শেষ পর্যন্ত তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। - সহিহ তা’লীকুর রাগীব ১/২৩৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৭৫ [আল মাদানী প্রকাশনী]

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইশরাকের নামায  সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1929



সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) “দিনের শুরুতে চার রাকাআত নামায” 
এই চার রাকাত দ্বারা উদ্দেশ্য কি? তা নিয়ে উলামাদের মধ্যে মতপার্থক্যে বিদ্যমান রয়েছে। কেউ বলেন, ফজরের সুন্নত ও ফরয উদ্দেশ্য। এবং কেউ কেউ ইশরাকের নামায উদ্দেশ্য।


(২) “আমি তোমার সারাদিনের জন্য যথেষ্ট হবো”—এখানে “দিন” বলতে ২৪ ঘণ্টার পূর্ণ সময় উদ্দেশ্য। 

(৩) ২৪ ঘন্টা উদ্দেশ্য। 

(৪) কোনো শর্ত নেই। ঘরে পড়লেও হবে। তবে মসজিদে পড়া সম্ভব হলে তো আরো ভালো।

(৫) আল্লাহর কাছে তাওবাহ ইস্তেগফার করতে হবে। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে।

(৬)  জীবনের বিভিন্ন হাযতের নিয়ত করা যাবে।

قال ابن القيم : " سمعت شيخ الإسلام ابن تيمية يقول: هذه الأربع عندي هي الفجر وسنتها "انتهى من " زاد المعاد في هدي خير العباد " (1/ 348).
وقال الشوكاني : " قيل: يحتمل أن يراد بها فرض الصبح وركعتا الفجر ؛ لأنها هي التي في أول النهار حقيقة ، ويكون معناه: كقوله صلى الله عليه وسلم : (من صلى الصبح فهو في ذمة الله).
[أي: في عهده وأمانه] قال العراقي : وهذا ينبني على أن النهار هل هو من طلوع الفجر أو من طلوع الشمس ؟ والمشهور الذي يدل عليه كلام جمهور أهل اللغة وعلماء الشريعة أنه من طلوع الفجر .
وقال ( يعني : العراقي) : وعلى تقدير أن يكون النهار من طلوع الفجر فلا مانع من أن يراد بهذه الأربع الركعات بعد طلوع الشمس ؛ لأن ذلك الوقت ما خرج عن كونه أول النهار ،
وهذا هو الظاهر من الحديث وعمل الناس ، فيكون المراد بهذه الأربع ركعات صلاة الضحى ".
انتهى من " نيل الأوطار" (3/79).

ومعنى قوله : ( أَكْفِكَ آخِرَهُ ) أي : أنه يكون في حفظ الله تعالى ، فيحفظه من شر ما يقع في آخر هذا اليوم مما يضره في دينه أو دنياه .
قال العراقي : " يحتمل كفايته من الآفات أو من الذنوب " .
انتهى من " قوت المغتذي على جامع الترمذي" (1/ 202).


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...