আসসালামু আলাইকুম
জায়গা জমি বন্ধক নিয়ে আপনাদের দেয় আগের প্রশ্নোত্তর গুলো দেখেছি।
আমার প্রশ্ন হলো- কোন ফ্ল্যাট মালিকের কাছ থেকে ৫ লাখ টাকায় বন্ধক নেয়ার পর আলোচনা হয় ৫০০ টাকা চুক্তিতে ফ্ল্যাট বন্ধক গ্রহীতা ভাড়া নিয়েছে । জামানত হিসেবে ৫ লাখ টাকা থাকবে । আবার ফ্ল্যাট টি ১৩৫০০ টাকায় গ্রহীতা বন্ধকদাতা (মালিক) কে উপ ভাড়া দিয়েছে । এ ক্ষেত্রে ৩ বছরের চুক্তি হয় । এ তিন বছর ভাড়া বাবদ হিসেবে প্রতি মাসে বন্ধকদাতা (মালিক) - গ্রহীতাকে ১৩০০০ করে দিবে ।
কিন্তু নোটারি উক্তিতে উল্লেখ নেই এমন। এতে উল্লেখ আছে ভাড়াটিয়া হোক বা না হোক মাসে ১৩০০০ করে বন্ধক গ্রহীতাদের দিতে হবে।বলা হচ্ছে ভুলে অন্যভাবে উল্লেখ করা হয়েছে।
এখন আমার প্রশ্ন হলো, এভাবে জায়েজ হচ্ছে কি না ?