আসসালামু আলাইকুম
আমি দ্বীনের কোনো পারিবারিক বা প্রতিষ্ঠানের শিক্ষা পাইনি, হেদায়েত পাওয়ার পর ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে ইসলামের বিধান জানি।
তো সেখানে জানি যে অভিভাবকের অনুমতি ছাড়া মেয়েদের বিয়ে হয় না এবং এটা হানাফি বাদে সব মাজহাবেই আছে।
কিন্তু আমি হারাম সম্পর্ক থেকে বাঁচতে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করি এবং সংসার করি।
কিন্তু আমার মনের মধ্যে সব সময় ভয় থাকে যে আমাদের বিয়ে হয়েছে কি কারন বিয়র পর কোনো বারাকাহ এর পরিবর্তে সবসময় বিপদ হয়েছে, আবার আমাদের কুফু মিলে না কোনোভাবে ই, আমার স্বামীর পরিবার আমাদের তুলনায় কুফুতে নিম্ন পর্যায়ের।
আমি বর্তমানে হানাফি ফিক্বহ মানি কিন্তু বিয়ের সময় পূর্ণ রূপে কোনো মাজহাব মানতাম না।
আমাদের বিয়ে কি হয়েছিল?