আমার স্বামী আল্লাহ কে বিশ্বাস করে কিন্তু সে হতাশ হয়ে যান যখন তার সাথে খারাপ কিছু হয়,,, সে মনে করে যে তার সাথে যেগুলো খারাপ হচ্ছে তা হচ্ছে তার পাপের শাস্তি,,,সে কোনো দোষ না করেও দোষের ভাগিদার হয় মানুষের কাছে কথা শুনে,,, অফিসে কোনো কারণ ছাড়াই সে শাস্তি পায়,,, তার বাড়িতেও কোনো না কোনো ঝামেলা থাকে,,, ঝামেলা যেন তাকে ছাড়তেই চায় না,,, এতে সে মানসিক অশান্তিতে ভুগে,,, এতে তার করণীয় কি,,,সে মনে করে তার সাথে ভালো কিছু হতেই পারে না,,, আমি আমার স্বামীকে এত হতাশাগ্রস্ত দেখতে পারছি না,,, তার ধারণা তার পাপের শাস্তি তার সাথে সাথে তার আশেপাশের মানুষ ও পায়,,,