আমার স্বামী সবসময় বাবা মায়ের হকের কথা বলে স্ত্রীর কি কোনো হক নাই,,, আমার শাশুড়ি আমাকে তার সামনে অপমান করলেও সে কিছু বলে না,,, সে বলে বাবা মা আলাদা তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না,,, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তার মা যদি আমার সাথে অন্যায় করে তাহলেও কি সে কিছুই বলতে পারবে না,,,স্ত্রী হিসেবে কি আমার কোনো হক নাই