বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, তিনি বলেছেন:
«لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ : مَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِ الرَّسول صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَسْجِدِ الْأَقْصَى».
“তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মাসজিদের জন্য সফরের প্রস্তুতি গ্রহণ করা যাবে না: মসজিদে হারাম, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের মসজিদ এবং মসজিদে আকসা।”[সহীহ বুখারী, হাদীস নং ১১৩২]
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সওয়াবের উদ্দেশ্যে এই তিনটি মসজিদে সফর করা যাবে। এছাড়া আর কেনো মসজিদ দেখলে সওয়াব হবে না। তবে কোনো মসজিদে দাওয়াত বা নিজে আমলের নিয়তে গেলে, এবং সেখানে দাওয়াতের কাজ করলে অবশ্যই সওয়াব পাওয়া যাবে।