আসসালামু আলাইকুম হুজুর।
আমার এক ফ্রেন্ড,,, মেয়ে। সে ১.৫ বছর + আগে মুসলিম হয়েছে। দাওয়াত টা একজন মুসলিম ছেলেই দিয়েছিল। পরবর্তীতে আমার সেই ফ্রেন্ড তাকেই বিয়ে করে এই ভেবে যে তাকে তো মুসলিম ঘরেই যেতে হবে,,একজন এর আওতায় থাকতে হবে। ছেলেটিও ভালোই ছিল। তবে দু জন ই জানতো যে স্বামী স্ত্রীর ভরনপোষণ এর দায়িত্ব নিতে পারবে না,,,,দীন পালনের পরিবেশ দিতে পারবে না,,,,খুব বেশি ভাবনা চিন্তা করে নি কেউ ই। তবে ১.৫ বছর হয়ে যাচ্ছে এখনও ছেলেটি দায়িত্ব নিতে পারছে না,,কারন এখন ও সে ছোট,,, আর কোনো ঐরকম ইনকাম সোর্স নেই। ছেলেটির পরিবার সচ্ছল তবে ওনার মা বাবা নাকি বিশের কথা জানলে মানবেন না এখন,,,মেয়েটির মা বাবাকে ইনফর্ম করে দিবে,,, এটা ছেলেটি বলেছে আমার ফ্রেন্ড কে। আমার ফ্রেন্ড ও বাড়ির বড় মেয়ে,,,অনেক দায়িত্ব আছে,, তার পরিবারের আশা আছে অনেক,, তাই বাড়ি ছাড়ার সাহস করতে পারছিল না। তবে এর মাঝে রাগারাগি বসত ছেলেটা মেয়েটাকে এক তালাক দিয়ে দেয় এবং পরে বলে যে সে আবার বিয়ে করবে,,,(আমার ফ্রেন্ড এর ইদ্দত পালন নেই।) , আমার ফ্রেন্ড ও রাজি হয়। তবে,,, তারা এক শহরে থাকে না,,,তাই একই মজলিস এ বিয়ের সুযোগ নেই। শুরু থেকেই তারা কখনো একসাথে ছিল না। তবে প্রথম যখন বিয়ে হয় এক শহরে ছিল। এখন আমার ফ্রেন্ড এর সাথে তো ওই ছেলেটির যোগাযোগ আছে। তবে বিয়ে রিলেটেড কথা যেমন আমার ফ্রেন্ড তাড়াতাড়ি বিয়ের তাগিদ দিতে বারবার মেসেজ দিয়েছে,,শহর আলাদা হওয়ায় সম্ভব হচ্ছে না। তবে এই বছর গুলোতে,,,, ছেলেটির আচার ব্যবহার,,,রাগ,,,দীনদারিতার অভাব ছিল,,,, কিছুটা। ছেলেটা ভালো তবে পুরোপুরি ইসলামিক মাইন্ডেট না সে। তার পরিবার ও তেমন দীনদার হলে তো ছেলেটি পরিবার জানিয়ে বিয়ে করতে পারতো। ছেলেটির মা জানে একজনের সাথে প্রেমের সম্পর্ক,,যদিও তা মিথ্যা।কিন্তু ওনার এতে তেমন বিধিনিষেধ নেই। আমার ফ্রেন্ড কে বাসায় নিলে তো আইনী সমস্যা হবে,,,,, তাই নাকি ওনার মা বাবা এখনই এসব মানবে না। তো এখন পরিস্থিতি টা এমন যে,,, আমার ফ্রেন্ড এর কোনো অভিভাবক নেই যে সে কোনো হেল্প পাবে,,তার বিয়ের কথাটা অনেক পিছিয়ে গেছে,,, ছেলেটা বলছে,,,এখন যেহেতু সম্ভব ই না,, তা হলে (এত) দিন পরে করব,,,আর যদি এর আগে সুযোগ হয়,,, তাহলে আগে করব। মানে কোনো নিশ্চিতা নেই,,,, যে কবে হবে। আবার বিয়ে ও করবে,,,, ছাড়বে না। এমন অবস্থায় ওই ছেলের সাথে যোগাযোগ তো হারাম হবে। আমার ফ্রেন্ড এখন ভাবছে এমন একজনকে বিয়ে করা কল্যাকর হবে কিনা,,,,,বিয়ের পর খুব শান্তিতে ছিল না,, আমার ফ্রেন্ড,,,, মুসলিম হওয়ার আগের কিছু বিষয় নিয়ে খুব অশানৃতি করেছে সারাবছর,,,যদিও সে আগেই জানতো। পরনারীর সাথে তুলনা করেছে,,,,,এলাকার কোনো এক দীনদার মেয়ের সাথে। তো এখন আমার ফ্রেন্ড এক তালাক নিয়ে বসে আছে। তার কোনো অভিভাবক নেই যে হেল্প করবে, আর আগের স্বামীকে তাড়াতাড়ি বিয়ে করাও সম্ভব না,,,,আর জানে না,, বিয়ের পর শান্তি পাবে কিনা। তবে ও ওই ছেলেটিকে বিয়ে করতে চায়,ছেলেটিও চায়,,,,,কিন্তু চিন্তায় আছে যে বিয়ে করে শান্তি পাবে কিনা। আর ছেলেটির সাথে তো এখন একটা কথা বলাও ঠিক হচ্ছে না। এখন সে কি করবে। খুবই টেনশনে আছে। ওর কি একা একাই আল্লাহর উপর ভরসা করে এখন চলা উচিত,, নাকি বিয়ে ফিক্সড রেখে যোগাযোগ বন্ধ করে দেয়া উচিত।