আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
29 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (10 points)
edited by
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
আমি অনার্স ১ম বর্ষে ইকোনমিকস নিয়ে পড়ুয়া একজন বোন। পাশাপাশি ইসলামিক কিছু কোর্স করছি,,,,

তো আমি শায়েখ হারুন ইযহারের বক্তব্য শুনেছি, উনার মতামতও প্রায় আপনাদের ফতোয়ার মতই জেনারেল শিক্ষা নিয়ে। কথাটা এমন টাইপ, কিছু প্রফেশন এর জন্য মেয়েদের উচ্চ শিক্ষা দরকার পড়াটা দিয়ে সে ওরকম লাইনে (শরীয়ত সম্মত) গেলে সওয়াব হবে। যেমন: ডাক্তার,শিক্ষিকা ইত্যাদি । কিন্তু আজকাল সো কলড সার্টিফিকেট/ ক্যারিয়ার এর চিন্তা নিয়ে নয়।
আমি যে বিষয়টা নিয়ে পড়ছি, ওটা নিয়ে শিক্ষিকার আসা করা যায় তাও আবার ভবিষ্যৎ পরিস্থিতির উপর নির্ভর করবে অর্থাৎ বিয়ের পরের অবস্থা অনুযায়ী। আবার উনার বয়ান থেকে এও জানতে পেরেছিলাম যে, Economics সাব্জেক্টা অনার্স লেভেল এ গিয়ে আরো অন্য লেভেলের অর্থাৎ আমি যা বুঝলাম, পশ্চিমা/ ইহুদি - খ্রিষ্টানদের দ্বারা সাজানো পুরোপুরি যা মূলত ইসলামি ইকোনমিক এর সাথে সাংঘর্ষিক।
এখন আমার কথাটা হলো : মুসলিম নারী হিসেবে আমি কিভাবে উম্মতের খেদমত করতে পারি সেটার চিন্তা আমার। আমি জানি, বেস্ট আর 1নং প্রফেশন হলো আদর্শ মুসলিম মা হওয়া যা নতুন আদর্শ মুসলিম প্রজন্ম উপহার দিতে অন্যতম ভূমিকা রাখবে। আমি সেটাকেই আমার প্রধান প্রফেশন হিসেবেই নিবো ইন শা আল্লাহ।

কিন্ত, সুযোগ থাকলে / করে নিয়ে এর চেয়ে বেশি কিছু একটা করতে আগ্রহী আমি। তাই আমি ওই জ্ঞান অর্জন করতে চাই যা উম্মতের কাজে আসবে।
১ম , যদি শিক্ষিকা হতে চাই তাহলে BCS ইত্যাদি পার করতে হবে। তাও আবার দূষিত পড়া ও পরিবেশ নিতে হবে। শিক্ষিকা হলেও সেখানেও ফ্রি মিক্সিং থাকতে পারে। আবার ছাত্র - ছাত্রীদেরও দূষিত পড়া বিলাতে হবে কারণ সাব্জেক্টাই এমন আর এখন ইসলামের ইতিহাসেও পর্যন্ত বিকৃত ঘটানো হয়েছে। তাই এই পথে আগানো/ এটা নিয়ে ভবিষ্যৎ চিন্তা করা কতটুকু যৌক্তিক বুঝছি না????
২য় , যেহেতু আমার ইসলামিক পড়ার প্রতি আগ্রহ বেশি তাই আমি দাওয়াহ’র ক্ষেত্রে কাজ করতে পারি। এখন আমি কোন প্রফেশনটাকে ফোকাস করে আমার Life টাকে এগিয়ে নিয়ে যাবো???

১) আদর্শ মুসলিম মা + দাঈ
২) আদর্শ মুসলিম মা + শিক্ষিকা
৩) ৩ টাই একসাথে??? নাকি যেকোনো ১ টাই???

*দ্রষ্টব্য : আবার ব্যক্তিগত একটা বিষয় আছে, বর্তমানে অনার্স ছাড়তে চাইলে আব্বুর নিষেধ আসতে পারে কারণ উনি আমাদেরকে প্রতিষ্ঠিত নারী দেখতে চান এবং মাঝে মাঝে জব করতেও উৎসাহ দেন। কিন্তু ইসলাম যদি এটাতে সম্মতি না দেয় তাহলে আমি অনার্স ছাড়তে রাজি আছি আলহামদুলিল্লাহ। কারন টাকা + সময় আমি অপচয় করতে রাজি একদমই নয়।আরেকটা সুযোগ আছে, যদি আমার বিয়ে হয়ে যাই এর মধ্যে তাহলে আমার জন্যে অনার্স ছাড়তে কোনো বাধা হবে না ইন শা আল্লাহ।
❗কীভাবে আমার জীবনটাকে আর যৌবনের সময়টাকে আমি উম্মতের কল্যাণের জন্যে ব্যয় করতে পারি??? শায়েখ নছীহত করুন।

1 Answer

0 votes
by (674,340 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
জেনারেল শিক্ষা অর্জন সম্পর্কে আমরা ইতি পূর্বে বলেছিলাম যে, 
বলা যায় মুসলিম দেশের মুসলিম সরকারের জন্য ওয়াজিব যে,অচিরেই পৃথক শিক্ষা ব্যবস্থা চালু করা।
প্রয়োজনে এ জন্য শান্তিপূর্ণ কর্মসূচী পালন করা সমস্ত মুসলমানের ঈমানী দায়িত্ব ও কর্তব্য।
কিন্তু যতদিন পর্যন্ত এই পৃথক শিক্ষা ব্যবস্থা চালু না হচ্ছে ,ততদিন প্রয়োজনের তাগিদে নিম্নোক্ত শর্তাদির সাথে কলেজ-ভার্সিটিতে শিক্ষা গ্রহণের পরামর্শ দেয়া যেতে পারে।
১/শিক্ষা অর্জন দেশ ও মুসলিম জাতীর খেদমতের উদ্দেশ্যে হতে হবে।
২/চোখকে সব সময় নিচু করে রাখতে হবে,প্রয়োজন ব্যতীত কোনো শিক্ষক/শিক্ষিকার দিকে তাকানো যাবে না।মহিলা/পুরুষ তথা অন্য লিঙ্গের  সহশিক্ষার্থীদের সাথে তো কোনো প্রকার সম্পর্ক রাখা যাবেই না।সর্বদা অন্য লিঙ্গর শিক্ষার্থী থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে।(ফাতাওয়া উসমানী ১/১৬০-১৭১)(শেষ)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/434


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মূল বিষয় হল পর্দা পুশিদার হেফাজত এবং ঈমান আমল রক্ষা। সুতরাং আপনার উল্লেখিত তিন বিষয়ের যেটিতে পর্দা পুশিদাকে সবচেয়ে বেশী হেফাজত করা যাবে, সেটাই আপনি গ্রহণ করবেন।

আমরা মনে করি 
আদর্শ মুসলিম মা এবং দাঈ হওয়াই পর্দা পুশিদা রক্ষার জন্য উত্তম হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (10 points)
মূল আরেকটা কথাও জানতে আগ্রহী,  অনার্স এ ইকোনমিকস নিয়ে পড়া বর্তমান  সিলেবাস আর বইগুলোর প্রেক্ষাপটে কি উচিত হবে মুসলিম হিসেবে??? 
অর্থাৎ অমুসলিমদের দ্বারা অপকারী জ্ঞান কি এর ভিতর আছে যা ইসলামের সাথে সাংঘর্ষিক???
যেটাতে উম্মতের কোনো কল্যাণ নিহিত থাকবে না, সেটা  নাকি?? 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...