Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
আমি অনার্স ১ম বর্ষে ইকোনমিকস নিয়ে পড়ুয়া একজন বোন। পাশাপাশি ইসলামিক কিছু কোর্স করছি,,,,
তো আমি শায়েখ হারুন ইযহারের বক্তব্য শুনেছি, উনার মতামতও প্রায় আপনাদের ফতোয়ার মতই জেনারেল শিক্ষা নিয়ে। কথাটা এমন টাইপ, কিছু প্রফেশন এর জন্য মেয়েদের উচ্চ শিক্ষা দরকার পড়াটা দিয়ে সে ওরকম লাইনে (শরীয়ত সম্মত) গেলে সওয়াব হবে। যেমন: ডাক্তার,শিক্ষিকা ইত্যাদি । কিন্তু আজকাল সো কলড সার্টিফিকেট/ ক্যারিয়ার এর চিন্তা নিয়ে নয়।
আমি যে বিষয়টা নিয়ে পড়ছি, ওটা নিয়ে শিক্ষিকার আসা করা যায় তাও আবার ভবিষ্যৎ পরিস্থিতির উপর নির্ভর করবে অর্থাৎ বিয়ের পরের অবস্থা অনুযায়ী। আবার উনার বয়ান থেকে এও জানতে পেরেছিলাম যে, Economics সাব্জেক্টা অনার্স লেভেল এ গিয়ে আরো অন্য লেভেলের অর্থাৎ আমি যা বুঝলাম, পশ্চিমা/ ইহুদি - খ্রিষ্টানদের দ্বারা সাজানো পুরোপুরি যা মূলত ইসলামি ইকোনমিক এর সাথে সাংঘর্ষিক।
এখন আমার কথাটা হলো : মুসলিম নারী হিসেবে আমি কিভাবে উম্মতের খেদমত করতে পারি সেটার চিন্তা আমার। আমি জানি, বেস্ট আর 1নং প্রফেশন হলো আদর্শ মুসলিম মা হওয়া যা নতুন আদর্শ মুসলিম প্রজন্ম উপহার দিতে অন্যতম ভূমিকা রাখবে। আমি সেটাকেই আমার প্রধান প্রফেশন হিসেবেই নিবো ইন শা আল্লাহ।
কিন্ত, সুযোগ থাকলে / করে নিয়ে এর চেয়ে বেশি কিছু একটা করতে আগ্রহী আমি। তাই আমি ওই জ্ঞান অর্জন করতে চাই যা উম্মতের কাজে আসবে।
১ম , যদি শিক্ষিকা হতে চাই তাহলে BCS ইত্যাদি পার করতে হবে। তাও আবার দূষিত পড়া ও পরিবেশ নিতে হবে। শিক্ষিকা হলেও সেখানেও ফ্রি মিক্সিং থাকতে পারে। আবার ছাত্র - ছাত্রীদেরও দূষিত পড়া বিলাতে হবে কারণ সাব্জেক্টাই এমন আর এখন ইসলামের ইতিহাসেও পর্যন্ত বিকৃত ঘটানো হয়েছে। তাই এই পথে আগানো/ এটা নিয়ে ভবিষ্যৎ চিন্তা করা কতটুকু যৌক্তিক বুঝছি না????
২য় , যেহেতু আমার ইসলামিক পড়ার প্রতি আগ্রহ বেশি তাই আমি দাওয়াহ’র ক্ষেত্রে কাজ করতে পারি। এখন আমি কোন প্রফেশনটাকে ফোকাস করে আমার Life টাকে এগিয়ে নিয়ে যাবো???
১) আদর্শ মুসলিম মা + দাঈ
২) আদর্শ মুসলিম মা + শিক্ষিকা
৩) ৩ টাই একসাথে??? নাকি যেকোনো ১ টাই???
*দ্রষ্টব্য : আবার ব্যক্তিগত একটা বিষয় আছে, বর্তমানে অনার্স ছাড়তে চাইলে আব্বুর নিষেধ আসতে পারে কারণ উনি আমাদেরকে প্রতিষ্ঠিত নারী দেখতে চান এবং মাঝে মাঝে জব করতেও উৎসাহ দেন। কিন্তু ইসলাম যদি এটাতে সম্মতি না দেয় তাহলে আমি অনার্স ছাড়তে রাজি আছি আলহামদুলিল্লাহ। কারন টাকা + সময় আমি অপচয় করতে রাজি একদমই নয়।আরেকটা সুযোগ আছে, যদি আমার বিয়ে হয়ে যাই এর মধ্যে তাহলে আমার জন্যে অনার্স ছাড়তে কোনো বাধা হবে না ইন শা আল্লাহ।
❗কীভাবে আমার জীবনটাকে আর যৌবনের সময়টাকে আমি উম্মতের কল্যাণের জন্যে ব্যয় করতে পারি??? শায়েখ নছীহত করুন।