আমি একজন আলেমকে Fb গ্রুপে দেখার পর থেকে ওনাকে আল্লাহর জন্য মহব্বত করতে থাকি দিন দিন সেটা বাড়ে, পরে ওনাকে ২ দিন সপ্নে দেখে এসব ওনাকে জানানোর পর উনি লাভ React দিছে কিন্তু উনি আমায় ইগনোর করে এজন্য আমি অধৈর্য হয়ে গেছিলাম তো এক আল্লাহর বান্দা বললো এটা আল্লাহর জন্য মহব্বত না এটা শয়তানের ধোকা। জানিনা কিছু কী করবো?