আসসালামু আলাইকুম,, শাইখ আমি নতুন দ্বীনের বুঝ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ি থেকে স্কুল কলেজে যেতে হলে সি এন জি করে যেতে হয় যেখানে নারী পুরুষ পাশাপাশি বসে,,এক্ষেত্রে গায়ে স্পর্শ লাগার সুযোগ থাকে,,আর কোনো উপায় নেই যাওয়ার। আর অভিবাবকদের পুরোপুরি দ্বীনের বুঝ নেই,,এসব তাদের কাছে স্বাভাবিক ব্যাপার,, এক্ষেত্রে আমি কি করতে পারি?যদি ২ সিট ভাড়া করে যাই তাহলে হবে?