আসসালামুয়ালাইকুম ।
আমার পোস্ট পুরোটা পড়ে মাসালা দিবেন দয়া করে। অবহেলা করবেন না হুজুর।
1.বিয়ের আগে ছেলে যদি মেয়েকে বলে তোমার সাথে যদি বিয়ে হয় আমাদের তালাক হয়ে যাবে,সংসার টিকবে না, সম্পর্ক শেষ হয়ে যাবে, তোমার আমার দুই জনেরি অনেক রাগ,সংসার ভেংগে যাবে, আমরা সুখী হবো না,প্রেমের বিয়েতে কেউ সুখী হয় না। (ছেলে এটাই বুঝাতো যে প্রেমের বিয়ে টিকে না বেশি, অশান্তি থাকে। অন্য কাপলদের মধ্যে হওয়া অশান্তি, সংসার ভাঙ্গার উদাহরণও দিতো।মানে এই কথাগুলো একরকম ভবিষ্যত বাণীর মতো বলতো। শর্তযুক্ত তালাক সম্পর্কে কোনো ধারণা নাই)
এতে কি বিয়ের পর শর্তযুক্ত তালাক হয়ে যাবে?
হুজুর সম্পর্ক থাকার সময় এই জাতীয় অনেক কথা বলেছে। কিন্তু ঠিক কোন কথাটি এবং কিভাবে বলেছে হুবহু মনে নাই। আর মনে করার তো কোনো উপায়ও নাই।এই কথাগুলো ফোনে অথবা মেসেঞ্জারে হয়েছে ৪/৫ বছর আগে বা তারো আগে।যার কোনো কিছুই এখন আর নাই।এই কথাগুলো মনে করার চেষ্টা করলে একেকবার একেক ভাবে মনে আসে। একবার মনে হয় এইভাবে বলেছে,আর একবার মনে হয় এভাবে বলেছে। একবার মনে হয় "যদি "কথাটা বলে নাই, হয়তো এমনি বিয়ের পর সংসারে কি হবে না হবে তা বলেছে।এই কথাগুলো একবারে বলেছে নাকি কিভাবে বলেছে কিছুই শিউর ভাবে মনে করতে পারছি না। রাগে নাকি তালাকের নিয়তে নাকি আমাকে বুঝানোর জন্য বলেছিল তাও মনে নাই। আমার স্বামীকে জিজ্ঞেস করলে বলে এসব কি বলছিলাম? বললেও তালাকের নিয়তে বলিনি। মানে তারও মনে নাই।আসলে হুবহু কারোর পক্ষেই মনে রাখা সম্ভব না।এখন অতীতের এই দুটানা সন্দেহ নিয়ে কিভাবে কি আমল করবো হুজুর। আমাদের সংসার আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে বিয়ের পর। আমি সাত মাসের গর্ভবতী।
2. যদি আমাদের অজান্তেই শর্ত যুক্ত তালাক হয়ে থাকে তাহলে কি আমাদের বাবু জারজ হবে??