১/ আমি বিজনেস করি। সেক্ষেত্রে অনেক সময় প্রডাক্টের ভিডিও করি। লাইভ না যাস্ট ভিডিও। সেক্ষেত্রে অনেক সময় প্রডাক্ট দেখায়ে গিয়ে আমার হাত দেখা যায়। অবশ্যই হাতে হাত মুজা থাকে। কিন্তু প্রডাক্ট দেখাতে গেলে হাত দেখা যায় হাতমুজা পরা। আমি কোনো ধরনের কথা বলিনা ভিডিও করলে আওয়াজ মিউট থাকে পরে গজল দিয়ে দেই। এতে কি আমার গুনাহ হবে? হাত টা না আসলে অনেক সময় ভিডিওতে প্রডাক্ট দেখানো যায়না তবে আমি হাতমুজা পরে থাকি।এটা কি আমার গুনাহ হবে? হাতমুজা পরি যেহেতু।
অনেকেই আছে যারা বোরখা বিক্রি করে মডেল মেয়েরা পর্দা করে সামনে আসে বোরখা দেখায় কিন্ত কথা বলেনা।তাহলেও কি তাদের গুনাহ হবে?
২/ ‍‍♀️ এই ধরনের ইমোজি ব্যবহার করা হারাম। অনেকেই তাদের পোস্টে এই ইমোজি গুলা দেয় ওদের পোস্টে আমি লাইক-কমেন্ট করলে কি গুনাহ হবে?
৩/মেয়েরা কি কিশোর বয়সে চুলের সমস্যা থাকলে,পাতলা থাকলে আবার ঘন হয়ে উঠার জন্য মাথা ন্যাড়া করতে পারবে? ১৭ বছর বয়স
Mymuna 3
৪/ আসসালামু আলাইকুম
কুরবানির মাংশে যদি আল্লাহ লেখা থাকে সে ক্ষেএে করনিয় কি,মাংশ খাওয়া যাবে নাকি ফেলে দিতে হবে,
আর ঐ আল্লাহ লেখা মাংশের টুকরাটুকু কি করতে হবে, এই সম্পর্কে বিস্তারিত জানতে চায়!
২ ণাযনিন
৫/বিয়ের সময় কি কনে কোনো শর্ত দিতে পারে শরীয়াহ মতে?
মানে যদি শর্ত দেয়া হয় যে,
১। স্বামী পরকিয়া/ দ্বিতীয় বিয়ে করতে পারবে না।
২। আমার ইনকাম থেকে আমার পরিবারকে খরচা দিলে স্বামীর আপত্তি রাখা যাবে না।মানে ইসলামে তো পুরুষের একাধিক বিয়ের অনুমতি আছে। স্ত্রীর অনুমতি নেওয়ার দরকার হয় না। কিন্তু স্ত্রী যদি বিয়ের সময় শর্ত দিয়ে রাখে যে, স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না। আর স্বামী যদি সব শর্ত সম্মত হয়ে বিয়ে করে। তাহলে পরবর্তীতে স্বামী কি দ্বিতীয় বিয়ে করতে পারবে?আর স্বামী যদি ২য় শর্ত ও ভঙ্গ করে তাহলে কি সে গুনাহগার হবে?
Tahiya