আসসালামু আলাইকুম
আমি একটি স্বনামধন্য অনলাইন প্রতিষ্ঠানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখতেছি। এখানে ক্লাসে উস্তাযের কাছে সরাসরি পড়া দিতে হয়। আমরা কয়েকজন বোন কন্ঠের পর্দা রক্ষার্থে সরাসরি পড়া দেই না। কিন্তু পড়াশোনা খাতিরে ইনবক্সে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতেই হয় অথবা হোমওয়ার্ক দিলে সেটা কারেকশন করে দেয়ার জন্যও উস্তাযদের ইনবক্সে নক দেয়া হয়।
যদিও উস্তাযার ব্যবস্থা আছে। কিন্তু উস্তাযারা খুব বেশি সময় দেন না।
যার কারণে উস্তাযদের সাথে ইন্টারেকশন করতে হয়।
যদিও এই একাডেমীতে অনেকবারই এই বিষয়টা উঠে এসেছিলো যে এভাবে উস্তাযদের সাথে সরাসরি ছাত্রীদের ইনবক্সে ম্যাসেজ আদান প্রদান করে পড়াটা কতটুকু ঠিক। কিন্তু এই ব্যাপারে তাদের তরফ থেকে শুধু যারা কন্ঠের পর্দা রক্ষা করতে তাদের সুযোগ দেয়া ব্যতীত এক্সট্রা আর কোনো ব্যবস্থা নেয়া হয় নি যাতে কোনো ফিতনার সুযোগ না তৈরি হয়।
এখন আমার প্রশ্ন হলো, কেউ যদি সর্বোচ্চ তাক্বওয়া অবলম্বন করতে চায় তবে কি এই প্রতিষ্ঠানে পড়া উচিত হবে? নাকি এই প্রতিষ্ঠান ছেড়ে দেয়াটাই উত্তম হবে? যদি একটু পরামর্শ দিতেন।