আমি মাত্র অনার্স শেষ করলাম। এখন রেসাল্টের অপেক্ষায়। আমি কিছুদিন আগেও মুসলমান হয়েও সঠিক পথে ছিলাম না। আমি ভাবতাম শুধু জুম্মা পরলেই আর রমজানে রোজা রাখলেই আমার সব দায়িত্ব শেষ। যদিও মাঝে মাঝে বিপদে পরলে ৫ ওয়াক্ত সালাত আদায় করতাম। এখনও সঠিক পথে আছি কিনা জানি না। চেস্টা করছি। বাকিটা আল্লাহ্র ইচ্ছা। আমার বাবা সুদি ব্যাংকে চাকরি করেন। মানে উনার উপার্জন হারাম। এখন আমি আগে এত কিছু ভাবতাম না বা জানতাম না। এখন যেহেতু জানি, সেহেতু খুবি বিপদে পড়েছি বলা যায়। অপর দিকে আমার কোনো চাকরি নাই। বেকার। বাসা থেকে BCS এর জন্য চাপ দিচ্ছিল। আমিও আপত্তি করি নাই। কিন্তু এখন যখন জানলাম যে দেখতে গেলে BCS চাকরিও সম্পূর্ণ হালাল নয়। সেহেতু আমার মাথায় আরেকটি বাজ পরার মত অবস্থা। অন্যদিকে আমার ইলম এর কোনো শিক্ষা নেই। ঠিক ভাবে আরবিও পড়তে জানি না। তাই আমি বাসায় নিজে থেকে নেট ঘেটে ঘেটে যতটুকু পারছিলাম পড়ছিলাম। কিন্তু বাসায় এখন খুবই সমস্যা সৃষ্টি হয়েছে। তারা আমাকে BCS এর জন্য চাপ দিচ্ছে খুব করে, আবার ইলম এর শিক্ষা অর্জনে খুব বেশী নিরুৎসাহিত করছে। এমতবস্থায় আমি কি করবো কিছুই ভেবে পাচ্ছি না। আমি এক দিকে হারাম খেতে চাচ্ছি না। অপরদিকে নিজের নেই চাকরি। বাসায় না বাবা কে বুঝাতে পারি যে উনার উপার্জন হারাম, না বুঝাতে পারি BCS বা সরকারি চাকরি হারাম। সবচেয়ে বড় কথা আমার ফরজ ইলম টুকুও নেই। এখন আমার কি করা উচিৎ ? আগে রিজিকের ব্যাবস্থা নাকি আগে ইলমের জন্য পড়া? যদিও আমার বাসা থেকে কেও সাহায্য করবে না। তাদের কাছে সামাজিক মর্যাদা অনেক বড়। উনাদের মাঝে উচুস্তর নিচুস্তর ব্যাপারটা অনেক বেশী। এখন আমি কিভাবে ইলম আর রিজিক দুইটার ব্যাবস্থাই করতে পারি? বা এমতবস্থায় আমি কি করতে পারি?