আসসালামু আলাইকুম। আমি আর আমার স্বামী দুজনেই ডাক্তার , প্রাকটিসিং আলহামদুলিল্লাহ। বিয়ের ৮ বছর চলছে।একটা সন্তান আছে আমাদের। আমার স্বামী আমাকে শুরু থেকেই কোন সম্মান করতো না, তার ফ্যামিলির সবার সামনে, আমার ছোট ছোট বিষয়, দোষ ত্রুটি সমস্ত সবকিছু শেয়ার করত এবং করে। প্রতিদিন ভিডিও কলে, টপ টু বটম সমস্ত কথা জানায়।প্রথমদিকে প্রতিবাদ করলেও (বুঝিয়ে বলতাম) তারা বলে, তারা অনেক বেশি কানেক্টেড, সেজন্য সব কিছু শেয়ার করে। সব সময় তারা নেগেটিভ চর্চা করে। আমার স্বামী, প্রতিটা কাজে আমার ভুল ধরে, সব সময়, কেন এটা করলাম কেন এটা করলাম না, এগুলি নিয়ে কথা বলতে থাকে। মনটা যখন ভালো থাকে, সময় এগুলি শুনতে শুনতে অত মন খারাপ হয়ে যায়। আমার কোন একটা জিনিস তার কাছে ভালো নেই। সব বিষয় নিয়ে, এত ছোটখাটো বিষয় নিয়ে এমনকি আমার পরিবারের, ছোট ভাই বোনদের নিয়েও তার কমপ্লেইনের শেষ নেই। এভাবে করতে করতে তার উপর থেকে আমার মন উঠে গেছে। এত কান্না করেছি, এই আট বছরে, তা বলে শেষ করতে পারবো না। বিয়ের পরে অনেক দিন বাবার বাড়িতে ছিলাম বাধ্য হয়ে। অনেক কষ্ট পেয়েছি তার থেকে। তার প্রতিটা কথায় এতটা কষ্ট পাই, বুক ফেটে কান্না আসে। আগে তার জন্য অনেক অপেক্ষা করতাম, তার সময় পাওয়ার জন্য। কিন্তু এখন সে বাসায় থাকলে বিরক্ত লাগে, নিজের মত সময় কাটাতে পারিনা। তার কথা মনে হলেই চোখ দিয়ে অজান্তে পানি চলে আসে। এতটা কষ্ট পেয়েছি। অনেকবার তার ফ্যামিলি বসেছে, আমার ফ্যামিলি বসেছে আমাদের ব্যাপারটা নিয়ে, কিন্তু কিছু বুঝে কোন লাভ হয়নি। উনি উনার ফ্যামিলি গত ভাবেই এরকম। উনার ফ্যামিলি মেম্বারস রা আমাকে দোষ দেয়। আমি অহংকারী মানিয়ে নিতে পারি না ইত্যাদি। উচ্চশিক্ষার একটা কোর্সে ছিলাম। তার সাথে আমার, কোন কিছুই ঠিক যাচ্ছিল না, নানা কারণে কোর্স ছেড়ে বাসায় থাকি। কিন্তু টানা এসব কথা, নিতে খুব কষ্ট হয়।
সাহাবিয়া জিন্দেগি যাপন করতে চাই, সহিহ পর্দা, কিছু কিছু ক্ষেত্রে কণ্ঠের পর্দা, তাহাজ্জুদ নামাজ ইত্যাদি সমস্ত সব দিক থেকে চেষ্টা করি আলহামদুলিল্লাহ। কিন্তু এই দিকটা ঠিক করতে পারছিনা কোনভাবেই। তার সামনে, কোন কথাই মুখ থেকে বের হয় না। তার মুখটা দেখলেই চোখ দিয়ে পানি ঝরে। কি করতে পারি এই বিষয়টা নিয়ে ? আমার প্রতিটা কথায় দোষ ধরে, যদিও কথা ঠিক মতো গুছিয়ে বলতে পারিনা। এ অবস্থায় কি করা উচিত? কিভাবে নিজেদের সমস্যা উত্তরণের চেষ্টা করব? আমি একা চেঞ্জ হওয়ার চেষ্টা করি। কিন্তু তার কথায় আবারো ভেঙ্গে পড়ি। নিজের কনফিডেন্স লেভেল একেবারে জিরো। সবদিক থেকে ঠিক থাকলেও এই দিকটা কেন ঠিক হচ্ছে না বুঝতে পারছি না। দোয়া করে যাচ্ছি অনবরত। কেন সবজি মেনটেন করতে পারছি আলহামদুলিল্লাহ, তার কাছে গেলে মনটা খারাপ হয়ে যাচ্ছে? এভাবে তো গুনাহগারও হয়ে যাচ্ছি। এজন্য কথা বলা কমিয়ে দিয়েছি, কথা বললেই নিজেদের মধ্যে ঝামেলা বেশি বেড়ে যায়।আমিএকটা কথা মজা করে বললেও সে, সিরিয়াস হয়ে যেত।রিয়েক্ট করতো, অনেকগুলি কথা শোনাতো।
এই অবস্থায় আমার করণীয় কি? আমার তার প্রতি ভালোবাসা কমে যাচ্ছে। এতে কি আমার গুনাহ হচ্ছে? নিজেকে ও সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। আমার জন্য দোয়াও করবেন