আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত
দ্রুত বিয়ের কোন আমল আছে কি? কয়েকটা ওয়েবসাইটে দেখেছি বলা হয়েছে, "ফজরের সালাতের পর ডান হাত দিয়ে বাম হাত চেপে ধরে ৪০ বার 'ইয়া ফাত্তাহু' পড়তে হবে। এভাবে ৪০ দিন আমল সহীহ নিয়তে করলে এর মধ্যে বিয়ে হয়ে যাবে।"এই আমলগুলা কি করা যাবে? কুরআন-হাদিসে এর ভিত্তি আছে?
আর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহ. এর 'আমালিয়্যাতে কাশ্মীরি' আর থানভী রহ. এর 'আমালে কুরআনী' এইদুইটা কিতাবের আমলগুলা কি গ্রহণযোগ্য আর আমল করা যাবে কি?*
*
*
*
*
*
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
দূত বিয়ের জন্য আপনি আল্লাহর কাছে দু'আ করুন।সালাতুল হাজত পড়ে দু'আ করুন।সালাতুল হাজতের নিয়ম জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/1453
আপনি যে আ'মলের কথা উল্লেখ করেছেন, সেটাও করতে পারেন।একাকি ফরয নামায বা নফল নামাযের শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ শরীফ,সহ দু'আয়ে মাছুরা পড়ার পর সূরায়ে ফুরকানের ৭৪নং আয়াতও পড়তে পারেন।অনেক বুজুর্গানে কেরাম ও শায়েখগণ এ আ'মলের পরামর্শ দিয়েছেন।
থানভী রাহ ও কাস্মীরি রাহ এর উক্ত দুইটি কিতাব দ্বারা আ'মল করতে পারবেন।তবে অন্তরকে বিশুদ্ধ রাখতে হবে।এগুলো শুধুমাত্র একটা পরামর্শ। আল্লাহ চাইলে কবুল করতেও পারেন আবার না ও করতে পারেন।এগুলোর নিজস্ব কোনো ক্ষমতা নাই।বরং এগুলো নেককার বান্দাদের কিছু দ্বীনী পরামর্শ মাত্র।
(আল্লাহ-ই ভালো জানেন)
--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
এইটা Ahlia পেজের একটা পোস্ট এই পোস্ট শেয়ার করে কয়েকজন বোন বলতেছে IOM নাকি বিদাআতি আমল শিখায় ও বিদাআতি আমলের ফতোয়া দেয়। এইটা কি সত্যিই ifatwa থেকে উত্তর দেওয়া হয়েছে?
আর এইটা কি সত্যিই কার্যকরী আমল নাকি বিদাআতি।
উত্তরগুলো মাদ্রাসার পেজে পোস্ট করলে অনেক মুনাসিব হয় নাহলে অনেক বোনের মনে ভুল ধারনা আসতে পারে প্রিয় মাদ্রাসা সম্পর্কে এভাবে বাজে মন্তব্য মেনে নেওয়া কষ্টকর। উত্তর দিয়ে উপকৃত করবেন মিন ফাদলিক।
জাযাকাল্লাহ খইরন।