১। আমি আগে নিয়মিত সালাত আদায় করতাম না। ইসলামের হুকুম গুলো মেনে চলতাম না। এক প্রকার জাহেলিয়াত এর মধ্যে ছিলাম। এখন আল্লাহর অশেষ রহমতে সবকিছু থেকে তওবা করে একজন প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি এবং নিয়মিত সালাত আদায় করছি। আলহামদুলিল্লাহ।
এখন, এক্ষেত্রে আমার আগের বহু বছরের কাযা হয়ে যাওয়া সালাত কি কাযা আদায় করতে হবে নাকি তওবা করে বাকি জীবন আর সালাত না ছাড়ার অঙ্গিকার করলে আল্লাহ মাফ করে দিবেন?
২। অতিতে অনেক রোজা ও এভাবে কাজা হয়েছে। কতগুলো কাযা হয়েছে সঠিক ধারনা নেই। সেক্ষেত্রে ও কি অতীতের জন্য তওবা করলে হবে নাকি সেগুলোর কাযা আদায় করতে হবে? আর কাফফারাও দেওয়া লাগবে?
আর কাযা গুলো আদায় করা লাগলে কিভাবে আদায় করতে হবে?