বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
গ্রন্থ স্বত্ব সংরক্ষিত বা প্রকাশনা স্বত্ব সংরক্ষিত এমন কোনো গ্রন্থ বা প্রকাশনার কপি, পিডিএফ তৈরী করা বৈধ হবে না।কেননা এক্ষেত্রে লিখক বা প্রকাশকের হক নষ্ট হবে। যদিও তা কোনো ইসলামি গ্রন্থ বা প্রকাশনা হোক না কেন?এবং এতে ইসলাম প্রচারের উদ্দেশ্য থাকুক না কেন?
আর যে সমস্ত গ্রন্থের স্বত্ব সংরক্ষিত নয়,সে সব গ্রন্থকে নতুনভাবে যে কেউ চাপাতে পারবে।যেমন থানভী রাহ এর গ্রন্থ সমূহ বা পূর্ববর্তী গবেষকবৃন্দের গবেষনাপত্র।তবে কোনো প্রকাশনা কর্তৃক প্রকাশিত কোনো কিতাবের ফটোকপি বা পিডিএফ তৈরী করা যাবে না।বরং নতুনকরে চাপানো যাবে।
আর যে সব গ্রন্থের স্বত্ব সংরক্ষিত, সে সব গ্রন্থকে নতুন করে চাপানো যাবে না।
মোটকথাঃ
একটা হলো গ্রন্থ স্বত্ব।অর্থাৎ লিখকের মালিকানা স্বত্ব।লিখক সে স্বত্বকে নিজের জন্য সংরক্ষিত করে রাখতে পারবেন।
অন্যটা হলো,প্রকাশা স্বত্ব।অর্থাৎ প্রকাশনার মালিকানা স্বত্ব।প্রকাশক নিজের জন্য সেই প্রকাশনার স্বত্বকে সংরক্ষিত করে রাখতে পারবেন।
কোনো গ্রন্থকে যদি লিখক উন্মোক্তভাবে ছেড়ে দেন,তাহলে উক্ত গ্রন্থকে পরবর্তী যে কেউ চাপাতে পারবে,প্রকাশ করতে পারবে।এতে পূর্ববর্তী প্রকাশনা বাধা দিতে পারবে না।কেননা এখানে গ্রন্থ স্বত্ব সংরক্ষিত নয়।তবে উক্ত প্রকাশনার কোনো কপি করা যাবে না যদি তাদের প্রকাশনা স্বত্ব সংরক্ষিত থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন-
1197