আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
443 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (9 points)
কোন লেখকের এর বই সফট কপি করা বা পিডিএফ করা। এটা কি ঠিক নাকি ঠিক না।করলে কি গুনাহ হবে তাকে ওই লেখক এর অনুমতি লাগবে। না অনুমতি না নিয়ে করা যাবে। সওয়াবের নিয়তে।

1 Answer

+1 vote
by (597,330 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

 গ্রন্থ স্বত্ব সংরক্ষিত বা প্রকাশনা স্বত্ব সংরক্ষিত এমন কোনো গ্রন্থ বা প্রকাশনার কপি, পিডিএফ তৈরী করা বৈধ হবে না।কেননা এক্ষেত্রে লিখক বা প্রকাশকের হক নষ্ট হবে। যদিও তা কোনো ইসলামি গ্রন্থ বা প্রকাশনা হোক না কেন?এবং এতে ইসলাম প্রচারের উদ্দেশ্য থাকুক না কেন? আর যে সমস্ত গ্রন্থের স্বত্ব সংরক্ষিত নয়,সে সব গ্রন্থকে নতুনভাবে যে কেউ চাপাতে পারবে।যেমন থানভী রাহ এর গ্রন্থ সমূহ বা পূর্ববর্তী গবেষকবৃন্দের গবেষনাপত্র।তবে কোনো প্রকাশনা কর্তৃক প্রকাশিত কোনো কিতাবের ফটোকপি বা পিডিএফ তৈরী করা যাবে না।বরং নতুনকরে চাপানো যাবে। আর যে সব গ্রন্থের স্বত্ব সংরক্ষিত, সে সব গ্রন্থকে নতুন করে চাপানো যাবে না। 
 মোটকথাঃ 
 একটা হলো গ্রন্থ স্বত্ব।অর্থাৎ লিখকের মালিকানা স্বত্ব।লিখক সে স্বত্বকে নিজের জন্য সংরক্ষিত করে রাখতে পারবেন। অন্যটা হলো,প্রকাশা স্বত্ব।অর্থাৎ প্রকাশনার মালিকানা স্বত্ব।প্রকাশক নিজের জন্য সেই প্রকাশনার স্বত্বকে সংরক্ষিত করে রাখতে পারবেন। কোনো গ্রন্থকে যদি লিখক উন্মোক্তভাবে ছেড়ে দেন,তাহলে উক্ত গ্রন্থকে পরবর্তী যে কেউ চাপাতে পারবে,প্রকাশ করতে পারবে।এতে পূর্ববর্তী প্রকাশনা বাধা দিতে পারবে না।কেননা এখানে গ্রন্থ স্বত্ব সংরক্ষিত নয়।তবে উক্ত প্রকাশনার কোনো কপি করা যাবে না যদি তাদের প্রকাশনা স্বত্ব সংরক্ষিত থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন-1197


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...