আসসালামুআলাইকুম, আমি কখনো আমার ধর্ম আখলাখের ব্যপারে সচেতন ছিলাম না।ছোটকাল থেকে মিথ্যা বলার প্রবনতা আমার মধ্যে ছিলো। আমি মুসলিম ঘরেই জন্ম গ্রহন করি। কিন্তু নামায কোন দিন রেগুলার ছিলাম না।মিথ্যা, গিবত ছিলো নিত্যদিনের সাথি। এসবের ব্যপারে কখনো চিন্তা করিনি।আমার কারনে আমার পরিবারের সদস্যদের মাঝে বিশাল দন্দ তইরি হয়েছে, আমার করা মিথ্যাচার গুলো আমি জানি না কিভাবে ঠিক করবো আমি পারছিনা তাদের কাছে আমার দোষ সিকার করে মাফ চাইতে। আমি কি করবো এই গুনাহ থেকে বাচতে? আমার মামার ব্যপারে আমি কিছু মিথ্যাচার করি, আমার খালা,মা তার সাথে সম্পর্ক ছিন্ন করে কিছু কারনে আমার মিথ্যাচার ছাড়া তার নিজেরও অনেক দোষ ছিলো, কিন্তু আমি সেই বিষয়ে না ভেবে আমার ভুল্টুকু/ পাপ টুকু কিভাবে মোচন করবো। ছোট ছোট মিথ্যা কিভাবে আমাকে এরকম পাপে নিয়ে গেল আমি বুঝতে পারিনি