আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
36 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
reshown by
আসসালামু আলাইকুম শায়েখ, আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে।
১. আমি দ্বীনের পথে পূর্ণাঙ্গ ভাবে ফিরতে চাই কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ছি হয়তো। শুধু মনে হচ্ছে এত পাপ করেছি বিশেষ করে যেগুলো ছোট বড় বান্দার হক নষ্ট করেছি সেগুলো মাফ পাবো কিভাবে? আশাহত হয়ে যাচ্ছি। মূলত আমার প্রশ্নটা হলো যেদিন থেকে আমার পাপ লেখা শুরু হয়েছে সেদিন থেকে যেগুলো আল্লাহর হক নষ্ট করেছি ইনশাআল্লাহ দয়াময় আল্লাহ ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন। কিন্তু যেসব বান্দার হক নষ্ট করেছি আর ক্ষমা চাওয়া ও সম্ভব না বিভিন্ন কারণে বা সব হয়তো মনেও নেই জানা অজানা অনেক পাপ সেগুলো কিভাবে ক্ষমা পাবো? ক্ষমা পাওয়ার উপায় কী?


২. আমি নতুন কোনো গাছ কিনে আনলে সেটা রোপন করার পর সূরাহ ফাতেহা পড়ে গাছকে ফু দিই। আর এমনিও গাছের কোনো রোগ বালাই বা এমনিতেও গাছের সুস্বাস্থ্যের জন্য সুরাহ ফাতিহা পড়ে ফু দিই এই সুরা শিফা এইটা জানার পর থেকে। তারপর আমার অনেক চুল পড়ে এজন্য চুলে ফু দিই ফাতিহা পড়ে। আবার চুলে বা ত্বকে কোনো প্রোডাক্ট লাগাতে চাইলে বা চুলে তেল দেওয়ার সময় তেলে এই সুরা পড়ে ফু দিয়ে তারপর ইউজ করি প্রোডাক্ট, এগুলো কী কোনোভাবে পাপ হবে? বা বিদ'আত হওয়ার সম্ভাবনা আছে?


৩. আইলাইনার চোখে থাকা অবস্থায় অজু করলে কী অজু হবে? আর কাজল পরে থাকলে কী অজু হবে নাকি একদম উঠিয়ে তারপর অজু করতে হবে? ( কাজল চাইলেও উঠানো যায়না একবারে কিন্তু আইলাইনার উঠানো যায়)

৪.  ফেসবুকে দেখি মানুষজন কাউকে নিয়ে ট্রল করার সময় কনফার্ম জান্নাতি বা আপনি তো চ্যালচ্যালাইয়া জান্নাতে যাবেন এসব বলে ঠাট্টা করে অনেকে, এগুলো বলা কি নাজায়েজ না?

৫. রাগ কমানোর উপায় কী?  কোনো ভালো বই আছে এ সম্পর্কে?

৬.শায়েখ কেও যদি কোনো নির্দিষ্ট মাজহাব না মেনে বিভিন্ন আলেমদের ফতোয়া মেনে জীবনযাপন করে তাহলে কী পাপ হবে? যেমন শায়েখ আহমাদুল্লাহ হানাফি মাজহাব অনুযায়ী ফতোয়া দেন হয়তো আবার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসের মাসআলা দেন সেক্ষত্রে কেউ যদি এরকমভাবে বিভিন্ন আলেমদের মতামত অনুযায়ী চলেন তাহলে কী গুনাহ হবে?
৭.  একটি নির্দিষ্ট মাজহাব মানা কী আবশ্যক?  যেমন কেউ যদি হানাফি মাজহাব মানে তবে তাকে হানাফি মাজহাবের বিষয়াদিই শুধু মানতে হবে অন্য কোনো মাজহাবের কোনো দলিল কখোনোই মানা যাবেনা এরকম কী?


( আমার প্রশ্ন করার ধরণকে ক্ষমার চোখে দেখবেন শায়েখ, আমার বলাতে অনেক ভুলভ্রান্তি আর অগোছালো থাকতে পারে, আমি খুবই দুঃখিত)

1 Answer

0 votes
by (653,160 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ছোট বড় বান্দার হক নষ্ট করে থাকলে হক ফিরিয়ে দিতে হবে অথবা সেই পরিমাণ চাকা সদকাহ করতে হবে।

(২)  সূরাহ ফাতেহা পড়ে ফু দিলে কোনো পাপ বা বিদ'আত হবে না। কেননা কুরআন জগতবাসীর জন্য রহমত স্বরূপ। 

(৩) আইলাইনার চোখে থাকা অবস্থায় অজু করলে অজু হবে কি না? আর কাজল পরে থাকলে অজু হবে কি না?   এটা নির্ভর করে সেটা পানি প্রতিবন্ধক কি না? সেটার উপর। ত্বক বিশেষজ্ঞ কাউকে জিজ্ঞাসা করে নিবেন।

(৪)  কনফার্ম জান্নাতি বা আপনি তো চ্যালচ্যালাইয়া জান্নাতে যাবেন, এসব বলে ঠাট্টা করা জায়েয হবে না।

(৫)  এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/79340


(৬)
কোনো এক আলেম বা মৌলিক মূলনীতি এক এমন একদল আলেমের কুরাআন-সুন্নাহ অনুসৃত মত ও পন্থাকে অনুসরণ করার নামই হল মাযহাব।এক্ষেত্রে সকল মাস'আলায় শুধুমাত্র একজনকেই অনুসরণ করতে হবে।নতুবা একেকজনকে একেক মাস'আলা অনুসরণ মূলত প্রবৃত্তির অনুসরণ হবে,।এজন্য এমন কোনো এক আলেম বা মূলনীতি এক এমন একদল আলেমকে অনুসরণ করতে হবে যাদের প্রায় সকল বিষয়ে ইজতেহাদ রয়েছে।এই হল মাযহাব এর তাৎপর্য। সুতরাং এ দৃষ্টিকোনে নবীজী সাঃ কোনো মাযহাবের অনুসারী হওয়ার প্রশ্নই আসে না। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/402

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1936

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2040

(৭)  একটি নির্দিষ্ট মাজহাবকে মানা আবশ্যক। যেমন কেউ যদি হানাফি মাজহাব মানে তবে তাকে হানাফি মাজহাবের বিষয়াদিই শুধু মানতে হবে। অন্য কোনো মাজহাবের কোনো মাযহাবকে কখোনোই মানা যাবেনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...