আসসালামু আলাইকুম। আমাদের জন্মদিন পালন বা শুভেচ্ছা জানানো কোনোটা করা হয় না। কিন্তু হঠাৎ আজকে এক ছোট ভাইয়ের জন্মদিন। তাকে উইস করছে না বলে কেউ মন খারাপ করে বসে আছে। তাই আন্টি বললো ওকে উইস করতে। ফলে আমি উইস করলাম। ওনার কথা শুনে না বলতে পারিনি। এখন এটা কি গুণা হবে? আর করণীয় কি ভবিষ্যৎতে এমন পরিস্থিতি পড়লে?