একটি প্রশ্ন করেছিলাম(
https://ifatwa.info/118946)।
1) যাদুবিদ্যার মতো অন্য কিছু আছে কি যেটা জায়েজ হতে পারে? আর আমি ‘মানুষের উপর’ যাদু করার কথা বলিনি।
2) অন্তরের অবস্থাতো আল্লাহ তা’য়ালাই জানেন। আন্দাজ করবো কি দেখে (উনি ভিন্ন এলাকার)? বিশেষত এই হুকুম কি সারাজীবনই মানতে হবে?
3) আর (সাধারণ ক্ষেত্রে) সন্তান উপার্জন করবে কি না সেটা কি বাবা-মার অনুমতি সাপেক্ষে হতে হবে? (যেমন আমাকে মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত আয় করতে দেয়া হলো না।)
4) বিয়ের বয়সের ক্ষেত্রে দেশের আইন যদি না মানি তাহলে গুনাহ হবে কিনা? (বিবাহ ওয়াজিব এবং সুন্নাত, উভয় ক্ষেত্রেই জানতে চাই)। আর উত্তম কি হবে?
5) সম্ভাবনা আছে যে, যে কোম্পানির অ্যাফিলিয়েট, তাদের ওয়েবসাইটের হোম পেজে (বা ক্ষেত্র বিশেষে সার্ভিসে) প্রাণী, বেগানা বা অশালীন ছবির থাকতে পারে। (আর এসব থাকার কথাটি সতর্কতা হিসেবে উল্লেখ করে দিলে যথেষ্ট হবে কি?)
6) ডিশ টিভির মতো একটি জিনিস (পার্থক্য এই, ডিশ টিভির জন্য ক্যাবল বা এন্টেনা সাপোর্ট করে এমন টিভি লাগে। কিন্তু এক্ষেত্রে তা জরুরী হবে না, ইন-শা-আল্লাহ। সাধারণ/অ্যান্ড্রয়েড টিভি সহ যেকোন ডিভাইসে সার্ভিস দেওয়া যাবে)। এতে হারাম কাজ ওভাবে সম্ভব নয়, কারণ এতে সাধারণ ডিস টিভির মতো কিছু লাইভ চ্যানেল থাকবে যা আমরাই চালাবো, অ্যাডও আমরা দেখাবো। আমি ভাবছিলাম যেহেতু টিভিকে হারাম বলা হয় তাই ‘টিভি’তে সার্ভিসটি দেওয়া যাবে কিনা, যাতে অনেকে একসাথে বা পারিবারিক ভাবে দেখতে পারেন।
7) এক্ষেত্রে মূলত টিভি কিনতে,/চালাতে সহযোগিতা করার ভয়ে সন্দেহ ছিল।
আল্লাহ তা’য়ালা আপনাদের খুব অনুগ্রহ ও বারাকাহ দান করুন।