আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
35 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
প্রশ্ন যদি বেশি হয়ে যায় তাহলে 1,2,3,4 নং প্রশ্নগুলোর উত্তর দিবেন অনুরোধক্রমে। আর সবগুলোর উত্তর দিলে ইন-শা-আল্লাহ খুবই ভালো হবে (যদি পলিসি না ভাঙে)

1) যাদুবিদ্যা শিক্ষা (বা এরকম কিছু) করা কি জায়েজ, বিশেষত যদি নেক নিয়তে হয়? কলেজে ক্লাসের সামনে দিয়ে ছাত্রীরা ল্যাব ক্লাসে যাওয়ার সময় অনেকে অশালীন অঙ্গভঙ্গি করে, তাকিয়ে থাকে, আওয়াজও করে। দরজা বন্ধ করে দিতে চাইলে কেউ কেউ (হয়তো মজা করে) বাঁধা দিতে চায়। এরূপ ক্ষেত্রে বা মজলুমকে জুলুম থেকে বাঁচাতে যাদুবিদ্যা শিক্ষা করা যায় হবে কি? (নিয়তে ভেজালের দরুন অহংকার এসে যাওয়ার সম্ভাবনা নিয়ে চিন্তিত)।

2) মা একজন দ্বীনি ভাইয়ের (চিল্লার সাথী) কথা বলতে (ফোনে খোঁজ-খবর নেওয়া, সম্পর্ক রাখা) নিষেধ করেন। উদ্দেশ্য কি নিশ্চিত নই, তবে মায়ের বক্তব্য হল ওই এলাকার মানুষজন খারাপ। সে ইন-শা-আল্লাহ খারাপ নয়। মা বুঝতে বা শুনতেও চায় না।

3) বাবা-মা উপার্জন করতে নিষেধ করে। বলে ভার্সিটিতে চান্স পাওয়ার পরে করতে, ভার্সিটিতে উঠার পর নাকি 'স্বাধীন' হয়ে যাবো। তবে আমি আশঙ্কা করি, পরে তারা বলবে অনার্স-মাস্টার্স ইত্যাদি করো।

4) দেশে বিয়ের বয়স জনিত আইন মানা কি বদ্ধতামূলক বা না মানলে কি গুনাহ হবে? কম হলেও সম্ভাবনা (ইন-শা-আল্লাহ) আছে খারাপ কিছু দেখে হস্তমৈথুন করার। আর মা-বাবা এখন রাজী না হওয়ার আশঙ্কা। বয়স ১৮, বাবার টার্গেট ২২, মা তখন কি বলবে/করবে জানি না। (ইসলাম কি বলে তা জানতে চাচ্ছি, দেশের আইন জনিত সমস্যায় পড়তে হবে কিনা তা জানতে চাইনি)

5) একটি ইসলামিক ম্যাগাজিনে (তাদের কনটেন্ট বৃদ্ধির মাধ্যমে সাহায্য করার জন্য) লেখার ইচ্ছা। সেখানে কোন কোম্পানি বা তাদের সার্ভিসের নাম উল্লেখ করার জন্য কোম্পানির কাছ থেকে টাকা নেওয়ার মাধ্যমে কিছুটা উপার্জনের ইচ্ছা (অ্যাফিলিয়েট বলতে পারেন)। কাফের কোম্পানি হতে পারে। জায়েজ বা উচিত হবে? নিয়ত, সাওয়াব কমে যাওয়া নিয়ে বেশি চিন্তিত। বাবা মায়ের তত্ত্বাবধানে থাকি, তবে কিছু টাকা নিজের কাছেও থাকলে ইন-শা-আল্লাহ ভালো হবে।
6) ইসলামী বিষয় (ওয়াজ, লেকচার, বাচ্চাদের কার্টুন ইত্যাদি) প্রচার-সম্প্রচারের জন্য ক্যাবল+আইপি টিভি নেটওয়ার্ক দাঁড় করানো কি জায়েজ হবে(লাইভ স্ট্রিমিং সার্ভিস। ফোন, টিভি ইত্যাদির জন্য)? মূল টার্গেট বাসার মা-বোনেরা। পাশাপাশি যারা ইসলামী কনটেন্টের জন্য ফোন বা কোন ডিভাইস কিনতে চায়, তাদের জন্য বিকল্প হবে, ফোন না ডুবে যাওয়ার সুযোগ তৈরি হবে ইন-শা-আল্লাহ। এছাড়াও ইন-শা-আল্লাহ হালাল অ্যাড দেখানোর মাধ্যমে উপার্জন করা, ইসলামী সার্ভিসগুলোর জন্য অ্যাড নেটওয়ার্ক গড়ে তুলা যাবে।

7) বিশেষত অ্যান্ড্রয়েড (বা অন্য কোন অপারেটিং সিস্টেম চালিত) টিভির জন্য একটি লঞ্চার (হোম স্ক্রীন) আনার ভাবনা। এগুলোর হোম স্ক্রিনে প্রায়ই গায়রে মাহরাম, অনেকটা সতর খোলা ছবি, সিনেমা, গান ইত্যাদি থাকে। তার বদলে এই অ্যাপ দিয়ে হোম স্ক্রিনে ইসলামী কনটেন্ট, 6 নং এ উল্লিখিত সার্ভিস, এমনকি নোটিশও (দ্বীনি নোটিশ, বয়কট, আন্দোলনের ডাক ইত্যাদি) দেওয়া যাবে ইন-শা-আল্লাহ।

(আমার প্রশ্নের লিমিট ফুরিয়ে গিয়ে থাকলে অনুরোধক্রমে জানাবেন)

1 Answer

0 votes
by (623,190 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(০১)
যাদুবিদ্যা শিক্ষা করা নাজায়েজ।

হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ. قِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ؟ قَالَ: الشِّرْكُ بِاللَّهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ 

আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা সাতটি ধ্বংসকারী বিষয় থেকে দূরে থাকো। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! সেগুলো কি কি? তিনি বলেনঃ আল্লাহর সাথে কাউকে শরীক করা, যাদু করা, যে প্রাণকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, তা ন্যায়সংগত কারণ ছাড়া হত্যা করা, সুদ খাওয়া, ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, যুদ্ধক্ষেত্র থেকে পালানো এবং নির্দোষ স্ত্রীদের নামে ব্যভিচারের অপবাদ দেয়া।
(আবু দাউদ ২৭৮৪)

যাদু সংক্রান্ত আরো জানুনঃ 

(০২)
আপনি মায়ের আদেশ মেনে চলবেন।
তবে সেই ভাইটি আসলেই অনেক ভালো হলে এক্ষেত্রে তার সাথে উঠাবসা, কথাবার্তা বললে গুনাহ হবেনা।

আরো জানুনঃ- 

(০৩)
এক্ষেত্রে বাবা মার উক্ত আদেশ মেনে চলবেন।

(০৪)
নির্ধারিত বছরের পূর্বে বিবাহ করলে সেক্ষেত্রে স্ত্রীর হক আদায় করতে পারলে গুনাহ হবে না।

(০৫)
আপনার কাজের মধ্যে হারাম কোনো কিছুর সংশ্লিষ্টতা (প্রানীর ছবি/অশ্লীলতা ইত্যাদি) না  থাকলে সেই ম্যাগাজিনে কনটেন্ট লিখে উপার্জন করা হালাল হবে।

(০৬)
সেই নেটওয়ার্ক দ্বারা মানুষ হারাম কাজ না করলে সেক্ষেত্রে ক্যাবল+আইপি টিভি নেটওয়ার্ক দাঁড় করানো জায়েজ হবে।

তবে এর দ্বারা যেহেতু মানুষ হারাম কাজও করতে পারে, তাই এ ধরনের কাজ ছেড়ে দেওয়ার পরামর্শ থাকবে।

(০৭)
প্রশ্নের বিবরন মতে এটি জায়েজ আছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...