ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
মৌলিকভাবে অযু ভঙ্গের কারণ ৭টি।
১. পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো
কিছু বের হওয়া। যেমন বায়ু, পেশাব পায়খানা, মযি, মনি, পোকা ইত্যাদি। (হেদায়া-১/৭)
আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে
বর্ণিত, নিশ্চয় রাসুলুল্লাহ
ﷺ বলেছেন,
إِنَّمَا
الْوُضُوءُ مِمَّا خَرَجَ ، وَلَيْسَ مِمَّا دَخَلَ
শরীর থেকে যা কিছু বের হয় এ কারণে
অযু ভেঙ্গে যায়, প্রবেশের দ্বারা ভঙ্গ হয় না। (সুনানে কুবরা লিলবায়হাকী ৫৬৮)
,
২. অযু ভেঙ্গে যাওয়ার কারণসমূহ বিস্তারিত জানুনঃ
https://ifatwa.info/8942/
,
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
,
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার যেহেতু
প্রবল ধারণা যে, নামাজের মধ্যেই অযু ভেঙ্গে গিয়েছে। তাই উক্ত নামাজও ভেঙ্গে
গিয়েছে।
সুতরাং উক্ত নামাজটি আবার আদায়
করে নিবেন।