জামআতে সালাত পড়ার সময় ইমাম যখন (আল্লাহু আকবর) বলে তাকবির দেয়, যেমন : রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় (সামিআল্লাহ- হুলিমান হামিদাহ্ বলে), সিজদাহ্ এ যাওয়ার সময়, সিজদাহ্ থেকে উঠার সময়। তখন কি ইমামের পিছনে যারা মুসল্লী তারাও কি এই তাকবির গুলো নিম্নস্বরে দিবে?
সালাতের শুরুতে ইমাম (আল্লাহু আকবর) বলে সালাত শুরু করে তখন তো মুসল্লীদেরও সেই তাকবির নিম্নস্বরে দিয়ে সালাত শুরু করতে হয়। তাহলে অন্য তাকবির গুলোও কি মুসল্লীদের দিতে হবে নাকি না দিলেও হবে?