ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ قال،قال رسول اللّٰه
ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﻣَﻦْ ﻏَﺶَّ ﻓَﻠَﻴْﺲَ ﻣِﻨِّﻲ )
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি ধোকা দিবে সে আমার উম্মতভূক্ত নয়।(সহীহ মুসলিম-১০২)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/539
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
প্রশ্নে উল্লেখিত সাইটের মাইক্রোজব সম্পর্কে নিশ্চিতভাবে বলাটা মুশকিল। কেননা তাদের পরবর্তী ধাব কি হবে? সেটা অনিশ্চিত ও অনির্ধারিত। আপনি প্রশ্নে যতগুলো অপশন উল্লেখ করলেন, এই কাজ করতে গিয়ে যদি কোনো হারামকে স্পষ্ট করতে না হয়, তাহলে এটা জায়েয। নতুবা জায়েয হবে না। বিশেষত ইউটিউবের ভিডিও দেখে ইনকাম জায়েয হবে না। তাছাড়া ধোকা প্রতারণা করে ইনকাম করাটাও জায়েয হবে না।