আসসালামু আলাইকুম। আমি একজনকে বিয়ে করতে ইচ্ছুক তাকে আমার পছন্দ তাকে ছাড়া আর কাওকে বিবাহ করতে চাই না। কিন্তু সমস্যা হলো তার বাবা একজন পুলিশ কর্মকর্তা তাই আমার মনে হয় তার বাবার সম্পদ এবং মায়ের গহনা হারাম-হালাল মিশ্রিত অর্থ দ্বারা করা।এক্ষেত্রে আমার কি তাকে বিয়ে করা গুনাহ হবে? আর তার মা যদি বিয়ের পর তার গহনা গুলো দেয় আমি তো নিষেধ করতে পারবো না তাহলে সে গহনা নেওয়া জায়েজ?আর আমি যাকে বিবাহ করবো সেই বা কি করে তার বাবার সম্পদ এর ভাগ নিবে এটি কি জায়েজ হবে?কেননা সে জানেই না যে তার বাবার সম্পদের কতটুকু হারাম আর করটুকু হালাল দ্বারা করেছে।এক্ষেত্রে আমাদের দুইজনের করণীয় কি? কীভাবে সব ম্যানেজ করে একে অপরকে বিবাহ করতে পারি?
বি:দ্র: যাকে বিবাহ করবো সে নামাজী এবং হালাল হারাম মানে সে ছেলে হিসেবে খুবই ভালো।