আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
22 views
in পবিত্রতা (Purity) by (20 points)

১ হাজার লিটার পানির ট্যাংকি গতকাল ধুয়েছিলাম। কিন্তু উপরের টাংকিতে একটা সমস্যা থাকে তা হলো যেদিকে পানি বের হয় তার থেকে ২-৪ আংগুল উপরে পানি বের হবার পাইপের মুখ থাকে। তাই মুখের নিচে পানি চলে গেলে আর পানি বের হয় না। অবশিষ্ট জায়গায় অনেক পানি থাকে, প্রায় ২০-২৫ লিটার মত মনে হয়  হবে।

আচ্ছা এটা যেটা হোক...

আমার প্রশ্ন হচ্ছে, গতকাল টাংকি পরিষ্কার করার সময় যখন সব পানি বেরিয়ে যায়, তখন উপোরক্ত বর্নানুযায়ী অবশিষ্ট পাইপের মুখের নিচের পানিতে (তরল) নাপাকি পড়ে যায়। এখন তো বিপদ! 

তাই আমি মোটর চালু দিছি, একদিকে পানি আসছে, আবার অন্যদিকে পানি বেরিয়ে যাচ্ছে। মানে, মুখের নিচে আগের যে পানি ছিলো ২০-২৫ লিটার পানি, তা আর বের করি নাই, (আর বের করাও যাবে না, যেহেতু ৪ আংগুলের নিচে),  
তাই, মোটর ছেড়ে দিয়ে ওই সমপরিমাণ পানি থেকেও বেশি পরিমান পানি আমি ভরে, আবার সেই পানি বের হবার পাইপ দিয়ে ফেলে দেই। যখনি পানি ৪০ লিটার টুটাল হয়, তখনই সেই পানি বাইর হবার পাইপ দিয়ে চলে যায়। এভাবে মোট ৩ বার করি। কিন্তু কখনো পানির টাংকি ফুল করি নাই। 

(আমার ধারনা, যতটুক পানি নাপাক হয়েছে ততটুক সমপরিমাণ পানি ভরে ছেড়ে দিলে এবং ৩ বার সেইম কাজ করলে পানি টাংকি পবিত্র হয় যাবে।)

১। টাংকি ফুল না করেই, এভাবে ৩ বার সমপরিমাণ পানি ভরে অন্যদিকে বের করে দেয়ায় কি পবিত্র হবে?

২। এই যে ৩ বার এরকম পানি বের করছি, টাংকি ফুল হবার আগে আগেই, আমি সহ আমার পরিবারের সবাই টাংকি ভরার আগেই গোসল করে ফেলি। সবার গোসলের ৩০-৩৫ মিনিট পরে টাংকি প্রথমবার ফুল হয়ে যায়। 

এখন টাংকি ফুল হবার আগে আমাদের গোসল করা কি পবিত্রতা হিসেবে ধরা হবে?

৩। মাসয়ালা আছে যে,  "উপরের টাংকি ফুল হয়ে পড়া শুরু হলে ওই টাংকির পানি পাক হয় যায়"। কিন্তু আমি তা ফলো করিনি, আমি মনে করেছি এভাবেও হবে। আমি সমপরিমাণ পানি ৩ বার ভরে বাইর করে দিছি। তাই আমার টাংকির পানি কি পাক?

৪। সব ভেজাল ওই ৪ আংগুল পরিমান পাইপের মুখ উপরে থাকার জন্য। এখন আমি ৩ বার যে করলাম, প্রতিবারই তো পানি বের হবার পর ঘুরে ফিরে ওই ৪ আংগুলের নিচে পানি থেকে যায়। তাই আমি সব বারই সমপরিমাণ পানি বের করে দেই। তাই এভাবে পাক হয়েছে?

by
প্রস্রাবের ফোটা। লুংগি পড়া ছিলো তাই। প্রসাবের খুব চাপ ছিলো, টাংকি থেকে বের হতে হতে ১ ফোটা পরিমান পড়ে গেছে

1 Answer

0 votes
by (647,820 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রক্তধারী প্রাণী কুয়ায় পড়ে মারা গেলে তার দুইটি অবস্থা:

১. ফুলে গেছে অথবা পচে-গলে ছিন্নভিন্ন হয়ে গেছে।

২. ফুলেও যায়নি এবং ছিন্নভিন্নও হয়নি।

প্রথম অবস্থায় কুয়া পাক করতে মৃতদেহ বের করে কুয়ার সব পানি নিষ্কাশন করতে হবে।

দ্বিতীয় অবস্থায় পড়ে যাওয়া প্রাণী বিড়াল বা তার চেয়ে বড় হলে কুয়ার সব পানি নিষ্কাশন করতে হবে। তেমনিভাবে কবুতরজাতীয় মধ্যম সাইজের প্রাণী তিনটি হলেও সব পানি নিষ্কাশন জরুরী।

শাড়ী পড়ে যাওয়া প্রাণী যদি ইঁদুর অথবা চড়ুইর মতো ছোট হয় তবে মড়া বের করে মধ্যম এ মাপের বালতি দিয়ে বিশ থেকে ত্রিশ বালতি পর্যন্ত পানি নিষ্কাশন করতে হবে। আর যদি কবুতরজাতীয় পাখি হয় তবে মড়া বের করে মধ্যম মাপের বালতি দিয়ে চল্লিশ থেকে ষাট বালতি পর্যন্ত পানি নিষ্কাশন জরুরী হবে। উল্লেখ্য, তিনটি চড়ুইর ক্ষেত্রে একটি কবুতরের বিধান প্রযোজ্য হবে।

ব্যাখ্যা: কুয়ার সব পানি নিষ্কাশন আবশ্যক তখন হবে যখন নিষ্কাশন সম্ভবপর হয়। আর - যদি সব পানি নিষ্কাশন অসম্ভব হয়, কুয়ার নিচে পানির উৎসমুখ থাকায় অথবা অন্যবিধ কারণে যখনই পানি নিষ্কাশন করা হয় আরও পানি জমা হয়ে যায়, এমন পরিস্থিতিতে তার মওজুদ পানি অনুমান করে সেই পরিমাণ নিষ্কাশন করবে। আর যদি পানির পরিমাণ আন্দাজ করা দুষ্কর হয় তাহলে অন্তত তিনশ বালতি পানি নিষ্কাশন করবে।(মালাবুদ্দা মিনহু-৫৮-৫৯)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে আপনার ট্যাংকি পবিত্র হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...