১ হাজার লিটার পানির ট্যাংকি গতকাল ধুয়েছিলাম। কিন্তু উপরের টাংকিতে একটা সমস্যা থাকে তা হলো যেদিকে পানি বের হয় তার থেকে ২-৪ আংগুল উপরে পানি বের হবার পাইপের মুখ থাকে। তাই মুখের নিচে পানি চলে গেলে আর পানি বের হয় না। অবশিষ্ট জায়গায় অনেক পানি থাকে, প্রায় ২০-২৫ লিটার মত মনে হয় হবে।
আচ্ছা এটা যেটা হোক...
আমার প্রশ্ন হচ্ছে, গতকাল টাংকি পরিষ্কার করার সময় যখন সব পানি বেরিয়ে যায়, তখন উপোরক্ত বর্নানুযায়ী অবশিষ্ট পাইপের মুখের নিচের পানিতে (তরল) নাপাকি পড়ে যায়। এখন তো বিপদ!
তাই আমি মোটর চালু দিছি, একদিকে পানি আসছে, আবার অন্যদিকে পানি বেরিয়ে যাচ্ছে। মানে, মুখের নিচে আগের যে পানি ছিলো ২০-২৫ লিটার পানি, তা আর বের করি নাই, (আর বের করাও যাবে না, যেহেতু ৪ আংগুলের নিচে),
তাই, মোটর ছেড়ে দিয়ে ওই সমপরিমাণ পানি থেকেও বেশি পরিমান পানি আমি ভরে, আবার সেই পানি বের হবার পাইপ দিয়ে ফেলে দেই। যখনি পানি ৪০ লিটার টুটাল হয়, তখনই সেই পানি বাইর হবার পাইপ দিয়ে চলে যায়। এভাবে মোট ৩ বার করি। কিন্তু কখনো পানির টাংকি ফুল করি নাই।
(আমার ধারনা, যতটুক পানি নাপাক হয়েছে ততটুক সমপরিমাণ পানি ভরে ছেড়ে দিলে এবং ৩ বার সেইম কাজ করলে পানি টাংকি পবিত্র হয় যাবে।)
১। টাংকি ফুল না করেই, এভাবে ৩ বার সমপরিমাণ পানি ভরে অন্যদিকে বের করে দেয়ায় কি পবিত্র হবে?
২। এই যে ৩ বার এরকম পানি বের করছি, টাংকি ফুল হবার আগে আগেই, আমি সহ আমার পরিবারের সবাই টাংকি ভরার আগেই গোসল করে ফেলি। সবার গোসলের ৩০-৩৫ মিনিট পরে টাংকি প্রথমবার ফুল হয়ে যায়।
এখন টাংকি ফুল হবার আগে আমাদের গোসল করা কি পবিত্রতা হিসেবে ধরা হবে?
৩। মাসয়ালা আছে যে, "উপরের টাংকি ফুল হয়ে পড়া শুরু হলে ওই টাংকির পানি পাক হয় যায়"। কিন্তু আমি তা ফলো করিনি, আমি মনে করেছি এভাবেও হবে। আমি সমপরিমাণ পানি ৩ বার ভরে বাইর করে দিছি। তাই আমার টাংকির পানি কি পাক?
৪। সব ভেজাল ওই ৪ আংগুল পরিমান পাইপের মুখ উপরে থাকার জন্য। এখন আমি ৩ বার যে করলাম, প্রতিবারই তো পানি বের হবার পর ঘুরে ফিরে ওই ৪ আংগুলের নিচে পানি থেকে যায়। তাই আমি সব বারই সমপরিমাণ পানি বের করে দেই। তাই এভাবে পাক হয়েছে?