আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
46 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
reshown by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

বর্তমান আমার বয়স ২৪ । ২৫ চলতেছে । দ্বীনে ফেরার পর খাস ভাবে ঘরে বাইরে পর্দা করার চেষ্টা করছি । পর্দা করতে আমার পরিবার কোন বাধা দেয় নি । তারা কেউ পর্দা করে না । তবে বর্তমানে আমার পর্দা তাদের বিরক্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন যাবৎ বিয়ে চেষ্টা করছি হচ্ছে না। পরিবার চায় পুরুষ ঘটকের সামনে যাওয়ার জন্য আমি এখন পর্দা করি তাই বার বার বললে না করে দেই যাই না । আমার এই জেদ দেখে মহিলা ঘটক আনছে এখন মহিলা ঘটক ছেলের বাবাকে আনে বা অন্য পুরুষকে আনে এখন ও যখন চেহারা দেখাই না এবার পরিবার আমার প্রতি ক্ষিপ্ত। এভাবে পর্দা করলে বিয়ে হবে কীভাবে? চেহারা দেখে ঐ অনুযায়ী ছেলে আনবে ? আনতাজি না দেখে কি ছেলে আনবে এসব কথা বলে । আমি ধৈর্য ধরে বসে আছি । ওয়েব সাইট ও বায়োডাটা জমা দিয়েছি ২ বছর হয়ে যাবে । আমার পরিবার একদম পর্দা নাই । মহিলা ঘটক যা ও একটি বিয়ে এনেছে পর্দাশীল পরিবার থেকে কিন্তু তারা ও চায় সম্পূর্ণ পরিবার যেন পর্দা করে। কিন্তু আমি ছাড়া তো আর কেউ পর্দা করে না। এমতাবস্থায় আমি এতদিনে যতটুকু বুঝ হয়েছে যে কোন ভালো ইসলামিক পরিবার আসবে না আমার পরিবারে । আগে অনেক গুলো বিয়ে আসছে ইসলামিক তবে বাড়ি অনেক দূরে দেখে আমার পরিবার দিতে চায় না এখন কাছে ও আমার পরিবার পায় না । পরিবার বলে দিয়েছে এভাবে করলে সারাজীবন বাসায় থাকব বিয়ে আর হবে না। আমার মা নাই । বাবা দ্বিতীয় বিয়ে করেছে সন্তান হয়েছে। ভাই আছে ভাবি আছে আর্থিক অবস্থা মোটামুটি চলে । আমি টিউশনি করে নিজের হাত খরচ চালাতাম বাসা থেকে বাবা ভাই কেউ সাহায্য করে না। ভাইয়ের সাথে খাওয়া দাওয়া হয় এটাই অনেক বেশি হয়ে গেছে এখন। এখন আমাকে কেউ দেখতে পারে না নরমাল কোন বিষয় নিয়ে কথাকাটা কাটিং হলে ভাবি ও অনেক কথা বলে । একটা দ্বীনদার ছেলের অপেক্ষা করছি অন্তত ফরজ গুলো পালন করবে পর্দা করতে দিবে কিন্তু এমন আর পাওয়া হচ্ছে না। আমি অপেক্ষা করছি আরো করতে চাচ্ছি কষ্ট হচ্ছে তারপর ও চাচ্ছি। কিন্তু পরিবার যখন সাপোর্ট করে না তখন কীভাবে কি করব। পরিবারের সাথে থাকা আমার জন্য এখন অনেক কষ্ট হয়ে গিয়েছে। পারি না এখনই পরিবার ছেড়ে কোথাও চলে যাই
পরিবার ও এখন আমাকে সহ্য করতে পারে না

এমতাবস্থায় আমার এখন কি করা উচিৎ?

পুরুষ ঘটক বা ছেলের পিতা দেখতে আসলে চেহারা দেখাব কি ?

চেহারা না দেখালে তো মনে হচ্ছে বিয়ে হবে না আমার।দিন দিন বয়স বাড়ছে। সবকিছু মিলে অশান্তিতে আছি
কি করব আমি

1 Answer

0 votes
by (647,760 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি-থেকে বর্ণিত তিনি বলেন-
ﻋَﻦْ ﻋَﺒْﺪِ اﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻋَﻤْﺮٍﻭ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ -( «ﻛَﺘَﺐَ اﻟﻠَّﻪُ ﻣَﻘَﺎﺩِﻳﺮَ اﻟْﺨَﻼَﺋِﻖِ ﻗَﺒْﻞَ ﺃَﻥْ ﻳَﺨْﻠُﻖَ اﻟﺴَّﻤَﺎﻭَاﺕِ ﻭَاﻷَْﺭْﺽَ ﺑِﺨَﻤْﺴِﻴﻦَ ﺃَﻟْﻒَ ﺳَﻨَﺔٍ)ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ.
আল্লাহ তা‘আলা প্রত্যেক মানুষের তাক্বদীর লিপিবদ্ধ করেছেন আসমান-যমীন সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে এবং তিনি যার ভাগ্যে যা লিপিবদ্ধ করেছেন তাই ঘটবে।(ছহীহ মুসলিম, মিশকাত হাদীস নং/৭৯)।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/58

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জন্ম মৃত্যুর বিয়ে শাদী বন্ধু বান্ধব ইত্যাদি সবকিছুই নির্ধারিত রয়েছে।তাকদীরে লিপিবদ্ধ রয়েছে।তাকদীরে যা লিখিত রয়েছে,তাই হবে। পর্দার জন্যই যে বিযে আটকে আছে, এমনটা বলা যাবে না। বরং আল্লাহর যখন হুকুম হবে, তখনই বিয়ে হবে। আল্লাহ কখনো কাউকে একা ছেড়ে দিবেন না। হ্যা, পাত্রর সবকিছু জেনে বুঝে পছন্দ হলে, একটি ছবি দিতে পারেন। মহিলা ঘটককে বরে দিবেন, গায়রে মাহরাম কেউ যেন না দেখে, এরপর গায়রে মাহরাম কেউ দেখলে আপনার গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...