ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
১। এশার ফরজ সলাতের শেষ ২ রাকাআতে ভুলে সূরা ফাতেহার সাথে অতিরিক্ত সূরা পড়লে যদি শেষ রাকাআতে সাহু সিজদাহ দেয়, তাহলে নামায ফাসিদ হয়ে যাবে। নতুন করে সলাত পড়তে হবে।
২। নারীদের যদি নাকের শ্লেষার মত ঘন আঠালো শ্লেষা গোপনাঙগ দিয়ে বের না হলেও যদি হাল্কা ঘন বা পাতলা ক্রিমের মত খুব অল্প পরিমাণে বা দুধের সরের মত খুব অল্প পরিমাণে বের হয়, তাহলেও ওযু ভেঙে যাবে। সেক্ষেত্রে জায়গাটা পরিষ্কার করতে হবে ওযু করার আগে।
৩। কুকুরের মালিক হতে জরিমানা আদায় করা যাবে না।
৪। উনার মৃত্যুর কারণে আপনিও দায়ী থাকবেন না বা উনার খুনি হিসেবে বিবেচিত হবেন না।
৫। পিরিয়ডের সময় শুধু ইস্তেখারার দোয়া পড়ে দোয়া করা যাবে কোন বিষয়ে।
৬। প্রশ্নের বিবরণমতে আপনার রোজাগুলো সঠিক হয়েছে।
৭। জ্বীন দিয়ে বৈধ কাজ করানোর পরে আগে যদি তারা নির্দিষ্ট পারিশ্রমিক দাবি করে, তাহলে এটা জায়েয।
৮। আমি যদি ফরজ বা সুন্নত যেকোন সলাত পড়ার সময় অবচেতন মনে, মনে মনে ভুলে বলে ফেলি হে আল্লাহ, আপনি গাজাবাসীকে রক্ষা করুন। এতে সলাত ভঙ্গ হবে না। তবে উচ্চারণ করে বলে নামায ফাসিদ হয়ে যাবে।
৯। এসব ডেইরি খাবার খাওয়া যাবে না। কেননা সন্দেহ পূর্ণ জিনিষ থেকে দূরে থাকতে হবে।