১। এশার ফরজ সলাতের শেষ ২ রাকাআতে ভুলে সূরা ফাতেহার সাথে অতিরিক্ত সূরা পড়লে যদি শেষ রাকাআতে সাহু সিজদাহ দেয় তাহলে কী নামায নষ্ট হয়ে যাবে? তাহলে কী নতুন করে সলাত পড়তে হবে?
২। নারীদের যদি নাকের শ্লেষার মত ঘন আঠালো শ্লেষা গোপনাঙগ দিয়ে বের না হলেও যদি হাল্কা ঘন বা পাতলা ক্রিমের মত খুব অল্প পরিমাণে বা দুধের সরের মত খুব অল্প পরিমাণে বের হয় তাহলে কী ওযু ভেঙে যাবে? সেক্ষেত্রে কী জায়গাটা পরিষ্কার করতে হবে কিনা ওযু করার আগে?
৩। আমার মা কুকুরের কামড় খেয়েছে। বাসা থেকে বের হয়ে সোজা ফুটপাথ দিয়ে সামনে যাচ্ছিল। যখন বামে ঘুরবে রাস্তার শেষ মাথায় সেখানে ছোট কয়েকটা গাছ ছিল যার কারণে গাছের ওপারের/ রাস্তার ওপারের কিছু দেখা যায় না। হঠাৎ করেই একটা কুকুর এসে ডেকে উঠে ঝাঁপিয়ে পড়ে আমার মায়ের উপর এবং কামড় দেয় তার উরুতে। আমার আম্মু ভয়ে চিৎকার দিয়ে মাটিতে পরে যায় এবং হাতে, পায়ে, কোমড়ে আঘাত পায়। যদিও কুকুরের মালিক কুকুরটাকে দড়ির মাধ্যমে হাতে ধরে রেখেছিল এবং পরে কামড়ানোর পরে সাথে সাথেই আরও ভাল করে ধরে রাখে। এখানে প্রতিটি প্রদেশে আইন আছে যে কুকুর যদি কোন মানুষকে কামড়ায় তবে তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা যাবে যদিও বা চিকিৎসা খরচ ফ্রী হয়। তবে তার কারণে তাকে মামলা দিতে হবে প্রমাণ সহ এবং যদি মামলা জিতে যায় তাহলে হয় কুকুরের ইনস্যুরেন্স কোম্পানি হতে অথবা কুকুরের মালিক তার নিজে থেকে জরিমানা দেবে। এক্ষেত্রে কী কুকুরের মালিক হতে জরিমানা আদায় করা হারাম?
৪। আমার পরিচিত একজনের ক্যান্সার হয়েছে যেটা জানতে পেরেছিলাম রোজার ঈদের দিন। শুনেছিলাম যে মাত্র ২ মাস বাঁচবেন। আমি এর মাঝে একটা হেলথ ক্লিনিকে ট্রিটমেন্টের কথা শুনেছি যেখানে অনেক আক্রান্ত মৃতু‍্য পথযাত্রীই সুস্থ হয়ে গেছেন চিকিৎসা করে। তাই আমি যদি এখন শেষ চেষ্টা হিসেবে সেখানে যেতে না বলি তাহলে কী উনার মৃত্যুর কারণে আমিও দায়ী থাকব বা উনার খুনি হিসেবে বিবেচিত হব?
৫। পিরিয়ডের সময় কী শুধু ইস্তেখারার দোয়া পড়ে দোয়া করা যাবে কোন বিষয়ে?
৬। আপনি বলেছিলেন রোজায় সেহরি আর ইফতারের সময়সীমার ক্ষেত্রে সেহরির ক্ষেত্রে সবচেয়ে কম সময় আর ইফতারের ক্ষেত্রে সর্বোচ্চ সময় ফলো করব যদি বিভিন্ন দিনপঞ্জিকাতে বিভিন্ন সময় দেখি।কিন্তু গত বছর যখন আমাদের বাসার কাছের মসজিদে যাই শাওয়ালের রোজার টাইমিং জানতে। তখন একটা দিনপঞ্জিকায় ধরিয়ে দিয়ে বলে এটাই সঠিক। এটা মানলেই হবে। এবছর ও রমজানের সব রোজা তাদের দিনপঞ্জিকায় দেখেই রেখেছি। এখন কী আমার রোজাগুলো সঠিক হয়েছে?
৭। জ্বীন দিয়ে বৈধ কাজ করানোর পরে আগে যদি তারা নির্দিষ্ট পারিশ্রমিক দাবি করে তাহলে এটা কী জায়েজ?
৮। আমি যদি ফরজ বা সুন্নত যেকোন সলাত পড়ার সময় অবচেতন মনে, মনে মনে ভুলে বলে ফেলি হে আল্লাহ, আপনি গাজাবাসীকে রক্ষা করুন। এতে কী সলাত ভেঙে যাবে?
৯। আমরা বিভিন্ন বেকারির খাবার বা পাউরুটিতে oud/ kosher/ kosher pareve sign থাকে। আসলে এটা একটা অর্থোডক্স ইহুদিদের সংস্থা যারা ইহুদি আইন অনুযায়ী খাবারের সার্টিফিকেট দেয়। এগুলোর ইসলামিক কোন সংস্থা থেকে হালাল সার্টিফিকেট নেই। আমি একটা ডেসার্ট কোম্পানির কাস্টমার সার্ভিস এজেন্টদের সাথে কথা বলেছি। একজন বলেছে তারা এটা হালাল সার্টিফিকেট প্রদানকারী সংস্থার কাছে পাঠায় নি। তাই সার্টিফিকেট নেই। আবার আরেকজন বলেছে তারা পাঠিয়েছে কিন্তু সার্টিফিকেট দেয়া হয় নি। এখন এই অবস্থায় কী এসব ডেইরি খাবার খাওয়া যাবে/ হালাল হবে?