জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
قُلۡ یَتَوَفّٰىکُمۡ مَّلَکُ الۡمَوۡتِ الَّذِیۡ وُکِّلَ بِکُمۡ ثُمَّ اِلٰی رَبِّکُمۡ تُرۡجَعُوۡنَ ﴿۱۱﴾
বলুন, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। তারপর তোমাদের রবের কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে।
(সুরা সাজদাহ ১১)
وَ ہُوَ الۡقَاہِرُ فَوۡقَ عِبَادِہٖ وَ یُرۡسِلُ عَلَیۡکُمۡ حَفَظَۃً ؕ حَتّٰۤی اِذَا جَآءَ اَحَدَکُمُ الۡمَوۡتُ تَوَفَّتۡہُ رُسُلُنَا وَ ہُمۡ لَا یُفَرِّطُوۡنَ ﴿۶۱﴾
আর তিনি তাঁর বান্দাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণাধিকারী এবং তিনি তোমাদের উপর প্রেরণ করেন হেফাযতকারীদেরকে। অবশেষে তোমাদের কারও যখন মৃত্যু উপস্থিত হয় তখন আমাদের রাসূল (ফিরিশতা) গণ তার মৃত্যু ঘটায় এবং তারা কোন ক্রটি করে না।
(সুরা আনআম ৬১)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
মৃত্যুর সাথে বাড়ি কাত হয়ে যাওয়ার কোনো সংশ্লিষ্টতা নেই।
উক্ত বাড়ি আগে থেকেই এভাবে হেলে থাকতে পারে।
যদি আগে থেকেই পুরো বাড়ি বা ঘরটি কাত হয়ে না থাকে এটা যদি মৃত্যুর সময় এমনটি হয়ে থাকে সেক্ষেত্রে এটি কোন প্রাকৃতিক দুর্যোগ এর কারনে হতে পারে অথবা কোন অ্যাক্সিডেন্ট হতে পারে,বা কাহারো হামলা জনিত কারনও এখানে থাকতে পারে।
তদন্ত করা হলে বাস্তবতা জানা যাবে।