সূরা আহযাব আয়াত ২৫।
ওয়া রাদ্দাল্লা-হুল্লাযীনা কাফারু বিগাইজি হিম লাম ইয়ানা- লু খাইরাওঁ ওয়া কাফাল্লা-হুল মু'মিনীনাল কি তা-লা ওয়া কা-নাল্লা-হু কাওয়িইইয়ান 'আঝীঝা-!
আমল করার নিয়মঃ-
ফজরের নামাজের পর এবং আসরের নামাজের পর আউজুবিল্লাহর সহিত আয়াতুল কুরসি ১ বার আর আয়াতটি ১১ বার। ১১টি ফু দিয়ে শরীর মাসাস করবেন।এরপর ১বার আয়াতুল কুরসি
এবং ১১ বার আয়াতটি ফু দিয়ে পানি পড়ে খেতে হবে। মোট ১৪ দিন সকাল,বিকাল
।। প্রশ্ন --1
এই আমল টি কি সহিহ কি না , জাদু ঘুরে যাবে বিষয়টা কেমন যেন , জাদুআক্রান্ত ব্যক্তি আবার ঘুরে দিচ্ছে তাতে তো সেও জাদুকর এর অন্তর্ভুক্ত হচ্ছে ।
স্বপ্ন ব্যখ্যা --2
স্বপ্নে দেখি যুদ্ধ লাগছে মুসলিম অমুসলিম বা বাংলাদেশ ভারত সম্ভবত । প্রথমে আমি সাধারণ মানুষ কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করতে মুসলিম শিবিরে যাই , প্রথমে সন্দেহ করে যে আমি অমুসলিম দের গুপ্তচর কি না এজন্য পরীক্ষা করে এবং কমান্ডার আমার কনফিডেন্স এবং সাহসিকটা দেখে তার সাথে রেখে দেয় এবং প্রশিক্ষণ দেয় এবং আমি সেখানেও ভাল করি অস্ত্র চালনায় । এরপর মুসলিম শিবির এ একজন অমুসলিম গুপ্তচর থাকে সে আমার কমান্ডার কে মেরে ফেলে এবং প্রতিশোধ স্বরূপ ঐ ঘাতক অমুসলিম এর সাথে আমার যুদ্ধ শুরু হয় , এক পর্যায়ে আমি একা সাথে একটা বন্দুক এবং একটা ম্যাগাজিন মাত্র অন্যদিকে ঐ ঘাতক এর দল চলে আসে ,আমি পালাতে থাকি কিন্তু আমার ইন্টেনসন থাকে ঐ ঘাতক কে মেরে পালাব এজন্য পুরোপুরি পালাচ্ছি না ,হিট এন্ড রান টেকনিক ইউজ করতেছি ,একটু যাচ্ছি আর ওদের জন্য ওয়েট করতেছি যখনই দৃষ্টিগোচর হচ্ছে গুলি করে পালচ্চি ,এভাবে যেতে যেতে ঐ ঘাতক কে মেরে ফেলেছি , এদিকে ওর দলের লোকরা আমার পিছে পিছে আছেই ,আমি যেহেতু একা জানি যে মারা যাব এজন্য সেইম হিট এন্ড রান টেকনিক এ ওদের সাথে যুদ্ধ করে যাচ্ছি এক পর্যায়ে তাদের দেখতে পেয়ে গুলি করি কিন্তু আমার গুলি শেষ এরপর আমি তাদের কাছে বন্দী হয়ে যাই অথবা গুলি খেয়ে মারা যাই ।
উক্ত স্বপ্ন দেখার পর কোন প্রকার কোন ভয় পাই নাই , একটা আফসোস লাগতেছিল যে যদি আমার কাছে গুলি থাকত আরও হয়ত আরও ।
এই স্বপ্নের ব্যখ্যা কি উস্তাদয ?