আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
48 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
closed by

As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. There was a matter I wished to bring up, but after consideration, I have decided to withdraw the question. I understand the value of keeping certain matters private, especially when they involve personal reflection, sensitive issues, or situations that may be better handled discreetly. For this reason, I have chosen not to share the specifics publicly or even within this context. I ask for your understanding and respect regarding my decision to keep the details of the question confidential. This is not due to distrust or lack of clarity, but rather out of a sincere desire to maintain discretion and ensure that the matter is approached with the privacy and care it requires. Sometimes, silence or withdrawal is not a sign of uncertainty but rather of wisdom and deliberation. I sincerely appreciate your time, attention, and willingness to listen. May Allah guide us all to what is best and keep us steadfast upon truth and sincerity. Jazakallah khairan.

closed

1 Answer

0 votes
by (618,630 points)
selected by
 
Best answer
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদীস শরীফে এসেছেঃ- 

وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَبْلُغَ وَعَنِ الْمَعْتُوهِ حَتَّى يعقل

‘আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিন ব্যক্তি (কিয়ামত দিবসে) দায়-দায়িত্বমুক্ত। ঘুমন্ত ব্যক্তি জেগে না ওঠা পর্যন্ত, অপ্রাপ্তবয়স্ক বালেগ না হওয়া পর্যন্ত এবং নির্বোধ ব্যক্তি (বুদ্ধি-বিবেচনার) জ্ঞান ফিরে না আসা পর্যন্ত।
(সহীহ : তিরমিযী ১৪২৩, আবূ দাঊদ ৪৪০৩।)

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا, عَنْ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قَالَ: «رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ, وَعَنِ الصَّغِيرِ حَتَّى يَكْبُرَ, وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ, أَوْ يَفِيقَ».

‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয়েছেঃ ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়, নাবালেগ, যতক্ষণ না সে বালেগ হয় এবং পাগল, যতক্ষণ না সে জ্ঞান ফিরে পায় বা সুস্থ হয়।

(আবূ দাউদ ৪৩৯৮, নাসায়ী ৩৪৩২, ইবনু মাজাহ ২০৪১, আহমাদ ২৪১৭৩, ২৪১৮২, দারেমী ২২৯৬।)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
সেই সময় যেহেতু আপনি নাবালিগাহ ছিলেন,সুতরাং এক্ষেত্রে আপনার গুনাহ হবেনা।

সম্পূর্ণ গুনাহ আপনার আংকেলের হবে।

(০২)
শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে আপনার বাবাকে নিয়ে এরকম ধারণা করা কোনোভাবেই উচিত নয়।

তবে আপনার বাবা যেহেতু তার গায়রে মাহরাম নারীদের সহিত বেপর্দা অবস্থায় কথা বলেন, হাসাহাসি করেন,এজন্য আপনার বাবাকে আপনি হিকমতের সহিত আস্তে ধীরে  ভালোভাবে বুঝাতে পারেন, পাশাপাশি আপনার বাবার হেদাযয়াতের জন্য মহা আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করতে পারেন।

(০৩)
আপনি হিকমতের সহিত আস্তে ধীরে তাদেরকে ভালোভাবে বুঝাতে পারেন, তারা না মানলে এতে আপনার কোনো দায়ভার থাকবেনা।

বুঝানোর পরেও তারা না মানলে তাদেরকে না বুঝালে আপনার কোনো গুনাহ হবেনা।

তদুপরি আপনি তাদেরকে হিকমতের সহিত বুঝানো অব্যাহত রাখতে পারেন।

★প্রশ্নে উল্লেখিত স্বপ্ন আপনার মনের কল্পনা প্রসূত বলে মনে হচ্ছে, সুতরাং এটি নিয়ে চিন্তিত না হওয়ার পরামর্শ থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 301 views
...