১। ইয়াজুজ মাজুজ কোরআনে বর্ণিত একটি জাতি গোষ্ঠী যা কেয়ামতের পূর্বে পৃথিবীতে আসবে। আমি শিক্ষকতা করি আমার ৩/৪ জন ছাত্র আছে তারা একসাথে আসলে বাসায় খুবই জোরে কথা বলে ও বিশৃঙ্খলা করে। একদিন তারা বাসায় আসার পরে আমি তাদের অভ্যাসগত মিল থাকায় গালি সরূপ বলি, " ইয়াজুজ মাজুজের দল চলে আসছে" আমার জানা আছে এরা সেই কোরআনে বর্ণিত দল না, কিন্তু অভ্যাসগত মিল থাকায় এদের এরুপ বলায় কি কুফর হবে?
২। বাংলা উচ্চারণ শেখার জন্য একদিন এক স্টুডেন্ট আমাকে "শ্রীম্ভভগবতগীতা" শব্দটি লিখে উচ্চারণ করতে বলে, আমি উচ্চারণ করি, এই উচ্চারণ করায় কি কুফর হবে?( এটি শব্দগত ভাবে হিন্দু দের ধর্মীয় বই, এই শব্দের অর্থগত মানে হলো " ভগবান কৃষ্ণের বানী" বা এইটাইপের কিছু....
৩। বোরকার মাঝে একধরনের জিলবাব আছে যা মাথা থেকে চোখ ডাকা থাকে, এমন পোশাক পড়া এক মেয়ের ছবি দেখিয়ে আমাকে আমার স্ত্রী বলে, চোখ খোলা রাখার কথা তো বলা আছে, এভাবে কাপড় না পরে হাত পা ঢেকে রাখলেই হয়, এভাবে পুরো ভূতের মতোই লাগছে, আমার কাছেই এমন লাগছে যারা ধর্ম বিদ্বেষী তারা কি বলবে?
তার এরুপ কথায় কি কুফর হবে?
৪। দেবরের থেকে পর্দা করতে বললে স্ত্রী যদি বলে "একসাথে থেকে এতোকিছু মানা সম্ভব না"
কিন্তু অনেকে তো পর্দা করে এভাবে যা সম্ভব, হয়তো সে বুঝিয়েছে তার পক্ষে করা সম্ভব না, তার এরুপ বলায় কি কুফর হয়েছে?