আসসালামু আলাইকুম।
আমার প্রশ্ন হচ্ছে, মেয়ের ইচ্ছা না থাকা সত্বেও বিয়ে দেয় পরিবার। এখানে কাবিন বা আকদ করিয়ে রাখে কিন্তু স্বামীর বাড়ীতে স্ত্রী কখনো যায় নাই। এবং কখনো বাসর রাত এবং সহবাস হয় নাই। একদিন স্বামী স্ত্রীর বাড়িতে এসে স্ত্রীর রুম এ ঢুকে যায় এবং দরজা লাগিয়ে দেয়, আর তখন স্ত্রী সেই রুম এ থাকা ডাইনিং টেবিল এ বসে ছিল, এবং স্বামীকে দেখে এবং দরজা লাগিয়ে দেয়ায় চিল্লাচিল্লি করে এবং কাছে আসতে দেয় না, কারণ মেয়ের থেকে স্বামীর বয়স অনেক বেশি হওয়ায় মেয়ে কখনো সংসার করতে রাজি ছিল না। তো এই চিল্লাচিল্লি রাগারাগি এক পর্যায়ে মারামারি হয় এবং স্বামী স্ত্রীকে মেরে রক্তাক্ত করে ঘর থেকে বের হয়ে যায়। বলে রাখা ভালো মেয়ের পরিবার এর সবাই মেয়ের ঘরের বাইরে উপস্থিত হিয়ে গিয়েছিল, মেয়ের চিল্লানোর শব্দ শুনে। কিছুদিন পর মেয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলে স্বামী সই করে এবং ডিভোর্স সম্পন্ন হয়।
তো এক্ষেত্রে কি খলওয়াত সহিহা হবে কিনা এবং মেয়ের ইদ্দত পালন করা লাগবে কিনা.? জানালে খুব উপকৃত হতাম।