আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
আমাদের অফিসের একটা রুম সাধারণত শুধু অডিটের জন্য ব্যবহৃত হয়। তাই এই রুমটাতেই আমরা সালাত আদায় করি। উল্লেখ্য যে, এখানে যোহর, আসর ও মাগরিবে বিভিন্ন সময়ে (অনির্দিষ্ট) একাধিক জামাত (সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৬ জন পর্যন্ত) করে সালাত আদায় করা হয় কিন্তু এখানে কোনো আযান হয় না।
১. জামাতে সালাত আদায় করার জন্য কি আযান দেওয়া জরুরি?
২. কোনো ওয়াক্তে একবার ইকামাতসহ জামাত হওয়ার পর, পরবর্তী জামাতের জন্যও কি ইকামাত হওয়া জরুরি?
৩. একাকী সালাত আদায় করার জন্য ইকামাত, ও উচ্চস্বরে তাকবির ও তেলাওয়াত করার হুকুম কি?
৪. কেউ একাকী সালাত আদায় করছে এমতাবস্থায় অন্য কেউ কি জামাতের নিয়ত করে তার পিছনে সালাতে যুক্ত হতে পারবে?
৫. এক কাতারে একাধিক লোক রাখার জন্য নামাজরত অবস্থায় সামনে থেকে কাউকে টেনে পিছনের কাতারে আনা যাবে?
৬. নামাজের মধ্যে ঢেকুর চলে আসলে মুখে আসা খাবার বা পানি গিলে ফেলা যাবে? না হলে কি করণীয়?
৭. জামাতে কাতারের মাঝখানে অবস্থান যদি কারো অযু ভেঙে যায় তাহলে ঐ ব্যক্তি কি করবে? যদি ইমাম সাহেবের অযু ভেঙে যায় তাহলে কি করণীয়?
উস্তাদজী বিস্তারিত উত্তর প্রদান করলে ভালো হয়।