আসসালামু আলাইকুম।
(Hypothetical Question)
আমি যদি কারোর কাছে কোনো জিনিস বিক্রি করি, উক্ত ব্যক্তি যদি সেটা তার স্কুল/অফিসের জন্য কিনে থাকে এবং উক্ত স্কুল/অফিসের কাছে আমি যেই দামে বিক্রি করেছি তার থেকে বেশি দামের বিল করে, তাহলে কি সেই পাপের ভাগীদার আমি হবো?
মানে, মনে করেন, অনলাইনে পোস্ট দিয়ে দামাদামির পর আমি একটা 2nd hand ফ্যান/লাইট বিক্রি করলাম ১০ টাকায় (যেহেতু, 2nd hand product, তাই বিক্রি করার সময় কোনো রিসিট যদি না দেই) উক্ত ব্যক্তি সেই জিনিসটা ১০ টা দিয়ে কিনে, স্কুল/অফিসে বলেছে/বিল করেছে ১৫ টাকায়।
এখন স্কুল/অফিস তো জানে এইটা ১৫ টাকাতেই কেনা হয়েছে। (আসলে যে ১০ টাকায় কিনে উক্ত ব্যক্তি স্কুল/অফিসে ১৫ টাকা বলে ওই দামের উপর বিল করেছে)। এখন মিথ্যা বলার কারনে তো উক্ত ব্যক্তির পাপ হবে।
কিন্তু ওই ব্যক্তির কাছে যে আমি ১০ টাকা তেই বিক্রি করেছি, এবং সে সেটা স্কুল/অফিসে ১৫ টাকা বলে বিল করর ৫ টাকা বেশি নিয়েছে।
সেজন্য কি উক্ত ব্যক্তির কাছে বিক্রি করার কারনে, যে ১০ টাকায় বিক্রি করেছে (অর্থাৎ বিক্রেতা) তারও কি পাপ হবে? (কারন সে 2nd hand জিনিস বিক্রির সময় বিল দেয়নি। কারন তার দোকান/receipt নেই। অনলাইনের দ্বারা সেল করেছে)
নাকি শুধু মাত্র ওই ব্যক্তির পাপ হবে যে স্কুল/অফিসে বলেছে/বিল করেছে ১৫ টাকা।
⭕ Important:
এখন, মনে করেন আমি কারোর কাছে একটা 2nd hand ফ্যান/লাইট বিক্রি করলাম, উক্ত ব্যক্তি আসার পর বললো এটা সে স্কুল/অফিসের জন্য নিচ্ছে, এবং নেওয়ার সময় কিছু টাকা বাকি রেখে গেছে এবং বলেছে স্কুল/অফিসে বিল করবে। তারপর বিল পাস/টাকা দিলে বাকি টাকা টা দিবে।
⁉️ এখন ওনাকে তো আর এইটা জিজ্ঞাসা করা যায়না যে, আপনি যে অফিসের জন্য নিবেন, আপনি যতটাকা দিয়ে নিবেন, ততটাকাই কি বিল করার সময় দেখাবেন? এইটা একটা awkward question. (কারন, এইটাও হতে পারে যে উক্ত ব্যক্তি হয়তো সঠিক বিল ই করবে) এখন বিক্রেতা যদি এইটা না ই জিজ্ঞাসা করে এবং উক্ত ব্যক্তি যদি বেশি বিল করে তাহলে?⁉️
উল্লেখ্য বিক্রির সময় বিক্রেতা উক্ত ব্যক্তিকে বিক্রির কোনো receipt দেয়নি। (যেহেতু 2nd hand product)
⭕