১.কেউ যদি মজা করে "ওম শান্তি" এই কথা বলে, তাহলে কি কুফর হবে?
জিপিটিতে দেখলাম অর্থ হল " সর্বত্র শান্তি ছড়িয়ে পড়ুক" যা হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মের অনুসারীরা ব্যবহার করে। এবং ওম বলে তারা বিভিন্ন দেবতা নির্দেশ করে। কিন্তু এইগুলো না মনে নিয়ে শুধু মজা করে এই শব্দ বললে কি কুফর হবে?
২. আজকে আমার স্ত্রী হঠাৎ বলে ওঠে "ওম শান্তি" আমি তাকে জিজ্ঞাসা করি কেন বললে? সে বলে ছিল " ওম শান্তি" একটা গান আছে। গান থেকে বলেছে ভেবে সেটা আর গুরুত্ব দেইনি ও জিগ্যেস ও করি নি।
তার এভাবে এই কথা বলায় কি কুফর হয়েছে?
৩. আমার মোবাইল পাক করার জন্য একটি কাপড় ভিজিয়ে তা দিয়ে সমস্ত মোবাইল মুছি ও টিস্যু দিয়ে মোবাইল তা শুকাই। একই কাজ কাপড় ভিজিয়ে নিংড়িয়ে তিনবার করি, মোবাইল টি কি পাক হয়েছে? এখন নামাজে এই মোবাইলটি সাথে রাখতে পারব?