আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
22 views
in সালাত(Prayer) by (5 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ শায়েখ

১. স্বলাতে তাশাহুদে বসার জন্য নিয়ম টা জানতে চাইছিলাম। ছেলে, মেয়ে কি একই নিয়মে বসবে? দ্বিতীয় এবং চতুর্থ রাকাতে বসার নিয়মের পার্থক্য কি আছে? ইফতেরাশ সিজদার মাঝে এবং চার রাকাত নামাজে দ্বিতীয় রাকাতে আর যে রাকাতে সালাম ফিরাব সে রাকাতে তাওর্যারুক নিয়মে বসার নিয়মটি কি সঠিক? এভাবেই কি বসতে হয় এবং ওযর বিহীন  না বসলে স্বলাত বাতিল বলে গন্য হবে?

২. তাশাহুদ পড়ার সময় আঙুল নাড়ানোর বিষয় কখন করতে হবে? তাশাহুদ পড়া থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত পুরো সময়টা, নাকি শুধু তাশাহুদ পড়ার সময়টা নাকি, শুধু তাশাহুদে "আশহাদু আল্লা ইল্লাল্লাহ" পড়ার সময়টায়?

৩. সূরা দুখান, আস্ সাজদাহ, মুযাম্মিল, পাঠের বিশেষ কোনো ফজিলত কি আছে?


জাজাকুমুল্লাহ খইরন ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।

1 Answer

0 votes
ago by (641,250 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
নামাযে নারীরা ডান দিতে দুনু পাকে বের বসবে। পুরুষদের বসা নারীদের থেকে পৃথক। নারী পুরুষের নামাযের পার্থক্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/498

(২)
তাশাহুদের মধ্যে 'আশহাদু আন-লা-ইলাহা ইল্লাল্লাহ এর সময়ে শাহাদত অঙ্গুলি উত্তোলন করা সুন্নাত।

পদ্ধতি হল-
সর্বকনিষ্ঠ অঙ্গুলি এবং তার পাশের অঙ্গুলি কে হাতের তালুর সাথে মিলিয়ে রাখা হবে।এবং মধ্যম অঙ্গুলি ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা গোল করে হালকা বানাবে।অতপর 'আশহাদু আন-লা-ইলাহা' পড়ার সময়ে অঙ্গুলিকে উত্তোলন করবে।(কেননা আশহাদু আন-লা-ইলাহা এর অর্থ হলো,কোনো মা'বুদ নাই।তাই অঙ্গুলি দ্বারা ইশারা করে বুঝাবে আমার আক্বিদা বিশ্বাসে শুধুমাত্র একজন মা'বুদ রয়েছেন,এবং তিনি হলেন,আমার আল্লাহ)

এবং ইল্লাল্লাহ বলার পর অঙ্গুলিকে আস্তে আস্তে আস্তে নামিয়ে ফেলবে।অতঃপর অঙ্গুলি সমূহের এই হালকাকে নামাযের শেষ পর্যন্ত রাখবে।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৫/৬৩৫)  এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1262

(৩)
সূরা দুখান, আস্ সাজদাহ, মুযাম্মিল, পাঠের বিশেষ কোনো ফজিলত আছে।


من قرا حم الدخان في ليلة اصبح يستغفر له سبعون الف ملك

وفي الکشف والبیان للثعلبی :
"أخبرني أبو الحسن الماوردي، قال: حدّثنا أبو محمد بن أبي حامد، قال: حدّثنا أبو جعفر محمد بن الحسن الأصفهاني، قال: حدّثنا المؤمل بن إسماعيل، قال: حدّثنا سفيان الثوري، قال: حدّثنا أسلم المعري عن عبد الله بن عبد الرحمن بن ابزي عن أبيه عن أبي بن كعب، قال: قال رسول الله صلّى الله عليه وسلّم: «من قرأ سورة المزمّل رفع عنه العسر في الدنيا والآخرة»"(سورۃ المزمل،ج10،ص58،ط؛دار احیاء التراث العربی)

وفي تفسیرالکشاف للزمخشری :
"عن رسول الله صلى الله عليه وسلم: «من قرأ سورة المزمّل دفع الله عنه العسر في الدنيا والآخرة»."(سورۃ المزمل،ج4،ص644،ط؛دار الکتاب العربی)

وفي تفسیر البیضاوی:
د
"عن النبي صلّى الله عليه وسلم «من قرأ سورة المزمل رفع الله عنه العسر في الدنيا والآخرة»."(سورۃ المزمل،ج5،ص258،ط؛دار احیاء التراث العربی)


وعن خالد بن معدان قال: اقرؤوا المنجية وهي (آلم تنزيل) فإن بلغني ان رجلا كان يقرؤها ما يقرا شيئا غيرها وكان كثير الخطايا فنشرت جناحها عليه قالت: رب اغفر له فإنه كان يكثر قراءتي فشفعها الرب تعالى فيه وقال: اكتبوا له بكل خطيئة حسنة وارفعوا له درجة. وقال ايضا: إنها تجادل عن صاحبها في القبر تقول: اللهم إن كنت من كتابك فشفعني فيه وإن لم اكن من كتابك فامحني عنه وإنها تكون كالطير تجعل جناحها عليه فتشفع له فتمنعه من عذاب القبر وقال في (تبارك) مثله. وكان خالد لا يبيت حتى يقراهما. وقال طاووس: فضلتا على كل سورة في القرآن بستين حسنة. رواه الدارمي


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

ago by (5 points)
হুজুর, সূরার ফজিলতের আরবি উত্তর তো বুঝতে পারছি না!!! বাংলায় বললে ভালো হতো! 

আর হুজুর, নামাযে বসার ধরনের বিষয়টিও ক্লিয়ার হয়নি, আবার যদি বুঝিয়ে ডিটেইলস বলতেন! ডান দিকে দুইপা হবে, কিন্তু কেমন ভাবে হবে সেটা বলেন নি! আঙুলের পজিশন কেমন হবে, ডান পা এর পাতা খাড়া করে রাখতে হবে কিনা, বিষয়গুলো ডিটেইলস না বললে তো বুঝতে পারছি না। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 32 views
...