بسم الله الرحمن الرحيم
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমার প্রশ্নগুলো হচ্ছে:-
১। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণের মধ্যে কোন কোন স্ত্রী পূর্বে ডিভোর্স প্রাপ্তা, কোন স্ত্রীর পূর্বের স্বামী মৃত এবং কোন স্ত্রী পূর্বে বন্দি বা ক্রীতদাসী অবস্থায় ছিলেন? সহি দলিল ভিত্তিক জানাবেন দয়া করে।
২। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাঁর প্রত্যেকটি বিবাহে ওয়ালীমা করেছিলেন? এর সহি হাদিস চাচ্ছি।
৩। আম্মাজান আয়িশা রাদিআল্লাহু আনহা এর ওয়ালীমা কবে হয়েছিল? এ সম্পর্কে কোনো সহি হাদিস আছে কি?
৪। বিবাহের পর বাসর যাপন না করে ওয়ালীমা করলে সুন্নাহর আদায় হবে কি? একাধিকবার ওয়ালীমা করলে কি গুনাহ হবে?
৫। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো বিবাহে তাঁর স্ত্রীর পক্ষের লোকজন কি কোনো আয়োজনের ব্যবস্থা করেছিলেন (বর্তমানে যাকে বলে কনে বাড়িতে বিয়ের অনুষ্ঠান)? করে থাকলে তার সহি দলিল চাচ্ছি।
৬। ওয়ালীমার অনুষ্ঠানকে দুই ঈদ ব্যতিত জোর তাগিদ দেয়া ইসলামের একমাত্র অনুষ্ঠান বলা যায় কি?
৭। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর স্ত্রীগণকে নিয়ে গল্পভাষ্যে লেখা কি রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর মিথ্যা বলার গুনাহ হবে কি?