আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
উস্তায,যেসব বিয়েতে গায়ে হলুদ,গান বাজনা হয় সেসব বিয়ে এটেন্ড করা তো নাজায়েজ।
কিন্তু বিয়ে অনুষ্ঠান না করে শুধু কালেমা পড়িয়ে রাখা হয় যখন তখন যদি গান বাজনা,গায়ে হলুদ এসব কিছু হলোনা,তখন কি সে বিয়েতে এটেন্ড করা যাবে?পরবর্তীতে অনুষ্টান করবে কি জানা নেই।
আর বিয়েতে গান বাজনা,গায়ে হলুদ হলেও বৌভাতের দিন এসব কিছু না হলে সে বৌভাতেও কি অংশগ্রহণ করা জায়েজ?
একটা পরিবারের মহিলা সদস্য সৌদি আরবে মানুষের বাড়িতে কাজ করে ইনকাম করে।সেখান থেকে প্রাপ্ত আয়,আর তার বাড়িতে স্বামী ধানি জমি,ফলের গাছ,মাছ থেকে টুকটাক আয় করে।মানে বিদেশ থেকে প্রাপ্ত আয়ই হয়তো বেশি হয়।এমন বাড়িতে দাওয়াত খাওয়া,আত্মীয় একারণে থাকা,হাদিয়া নেয়া ইত্যাদি কি জায়েজ হবে?