১।আমি দুরুদ পড়ি অল্প অল্প সবসময় পরতে ইচ্ছে করে না এখন আমি যাই করি বা করতে যাবো তখনই মনে আসে দুরুদ পরতে হবে না হয় রাসুল সাঃ কে মহব্বত করছ না সেসময় ইচ্ছে করে না বিদায় মনে মনে রাগ আসতে চায় কি কারনে হয় এরকম আর দুরুদ সবসময় পরতে হবে কি?
২।ইনকামের জন্য যাই করতে যাই মনে আসে যে আমার সাথে আমাদের এলকার আলেম ওলামাদের সাথে নিতে হবে যেমন ব্যাবসা, মাছচাষ খামার,ইত্যাদি।আমার আবার গাড়ি কিনে ভাড়ায় চালানোর ইচ্ছে আছে তখনই মনে আসে আলেমগন যারা আছে তাদের কে ফ্রি তে নিয়ে চলাচল করতে না হয় খারাপ কিছু হবে তুই আলেম ওলামাদের আল্লাহ পাক রাসুল সাঃ কে মহব্বত করছ না ?
৩।ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুয়াক্কাদা পালনের যথেষ্ট চেষ্টা করি মন চাইলে সুন্নাতে জায়েদা,নফল পালন করি বা করিনা। যখনই আমার সুন্নাতে জায়েদা বা নফল ইবাদত করার ইচ্ছে করে না তখনই মনে আসে করতে হবেই না হয় তুই খারাপ কিছু করতেছোস আল্লাহ পাক রাসুল সাঃ কে মহব্বত করছ না। করতে গেলেও রাগ উঠে মনে না করতে গেলেও রাগ উঠে মনে পেরেশানি লাগে এগুলো কি সয়তানের নেক সুরুতে ধোকা।