আসসালমুয়ালাইকুম। আমার বোনের ছেলের বয়স দুই বছর। প্রায়ই মাঝ রাতে ঘুম থেকে উঠে শুয়ে শুয়ে কার সাথে যেন কথা বলে। হাসে। এদিক তাকায় ওদিক তাকায়। তিন কুল পড়ে পুরো শরীরে হাত বুলায় দিলেও মাঝে মাঝে এমন হয়। আজকাল দিনের বেলায়ও এমন হয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা ব্যাখ্যা করলে ভালো হয়। এর জন্য খারাপ কোনো কিছুর আশঙ্কা থাকে কিনা, থাকলে সমাধান কি হতে পারে?
বি দ্রঃ সকাল সন্ধার দুয়া প্রায়ই মিস যায়।