আমি একজন মাস্টার্স স্টুডেন্ট(মেয়ে),অবিবাহিত। আমি মাহরাম, নন মাহরাম মেইনটেইন করি।আমার বাবা চাচ্ছেন পর্দার ব্যাপার ছাড় দিয়ে যাতে বিয়ে করি। এছাড়া বিভিন্ন ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয়। এই সিচুয়েশন এভয়েড করতে আমি ভার্সিটির হল এ চলে এসেছি।হল থেকে ১ ঘন্টার দূরত্বে আমার ভাই থাকেন এবং হল এ থাকার ব্যাপারে মাহরামের পারমিশন আছে।
কয়েক বছর ধরে চেষ্টা করার পরও বিয়ে না হওয়া, চাকরি করতে না চাওয়া, পারিবারিক প্রেশারে আমি হতাশ হয়ে যাচ্ছি। দ্বীন থেকে ছিটকে পড়ার আশংকা করছি।তাই আমি ভার্সিটি থেকে ৪০মিনিটের দূরত্বে একটি মাদ্রাসার জেনারেল সাবজেক্ট পড়াতে চাচ্ছি। সেখানে থাকার ব্যাবস্থা ও আছে। প্রতিদিন আসা যাওয়ায় খরচ বেশি হবে তাই আমি মাদ্রাসায় রাতে থাকতে চাচ্ছি।মাহরাম মাদ্রাসার পড়ানোর বিষয় টা পজিটিভ ভাবে নিবে না। মাহরামের পারমিশন ছাড়া রাতে মাদ্রাসায় থাকা জায়েজ হবে?
বি.দ্র.মাদ্রাসায় পর্দা নিয়ে কোনো সমস্যা হবে না।হিফজ, কিতাব বিভাগের ছোট ছোট মেয়েরাও মাদ্রাসায় রাতে থাকে। কয়েকজন উস্তাযাও থাকেন।